ফুটবল খেলা নিয়ে বিরোধ, শরীফকে প্রকাশ্যে কুপিয়ে পরকালে পাঠালো দুই যুবক

নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ড. শরীফ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশব ইউনিয়নের টুডুকবাড়িয়া এলাকার আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ শরীফ কাশব ইউনিয়নের তুরুকবাড়িয়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে তুরুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পরে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করে। শরীফ ক্যারাম খেলে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তারুকবাড়িয়া মোড় থেকে বাসায় ফিরছিলেন। এ সময় শরীফের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের আহমদের ছেলে সুলতান ও জিয়াউর রহমানের ছেলে পারভেজ পিছন থেকে শরীফের ওপর ধারালো হাসুয়া দিয়ে হামলা চালায়। কোপ খেয়ে আহত শরীফ বাঁচার জন্য দৌড় দিয়ে রাস্তার ওপর পড়ে যান। এরপর তারা দুজন মিলে আবারও শরীফের পিঠে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন।

স্থানীয়রা আরও জানান, পরে আহত শরীফ নিজ বাড়ির বারান্দায় এসে পড়ে যান। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শরীফ হত্যার খবর গ্রামে ছড়িয়ে পড়লে লোকজন সুলতানের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নিরাপত্তার জন্য সুলতানের মা সেলিনাকে থানায় নিয়ে যাওয়া হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। হত্যার তদন্ত শুরু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শরীফকে থানায় নিয়ে সকালে নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Scroll to Top