বন্ধুর সঙ্গে কলেজছাত্রীকে দেখে ফেলায় কৌশলে যে ঘৃণ্য কাজ করলেন পিয়ন

চট্টগ্রামে এক কলেজ ছাত্রীকে হুমকি ও ধর্ষণের অভিযোগে এক কলেজ পিয়নকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ।

গ্রেফতারকৃত পিয়নের নাম মোশাররফ হোসেন। গত ৩০ জুন ফেনী থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এ ঘটনায় মোশাররফকে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।এরপর মঙ্গলবার (৯ জুলাই) বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, গত ২৭ জুন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে ওই ছাত্রী কলেজে যায়। সকাল সাড়ে ১১টার দিকে কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলার বাথরুমের সামনে কলেজের পিয়ন মোশাররফ হোসেন তাকে এক বন্ধুসহ দেখতে পান। . এরপর বিষয়টি কলেজের অধ্যক্ষ ও ছাত্রীর পরিবারকে জানানোর হুমকি দেন। মেয়েটি ভয় পেয়ে গেলে মোশাররফ তাকে বাড়িতে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে শহরের একটি হোটেলে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে ধ*র্ষণ করে।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ বলেন, ঘটনার পর ছাত্রী বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত পিয়নের বেতন বন্ধ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত তাকে চাকরিচ্যুত করা হয়।

চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর জানান, ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ফেনী থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কেসটি অনুসন্ধনাধীন আছে।

Scroll to Top