প্রবাসীদের জন্য সুসংবাদ দিলেন মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রতিটি উপজেলায় প্রবাসীদের সুরক্ষায় আলাদা সেল গঠনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (৬ জুলাই) সিলেটের একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৪-এর সেমিনারে তিনি এ ঘোষণা দেন।

সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। মূল আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বায়েজিদ সরকার ও প্রবাসী রেজাউল কবির রাজ ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ, লেখক ও শিক্ষাবিদ মিহির কান্তি চৌধুরী, প্রবাসী শাহাব উদ্দিন, কাপ্তান হোসেন ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হকসহ আরও অনেকে।

Scroll to Top