আনার কন্যাকে চিঠি পাঠিয়ে যা জানালো কলকাতা সিআইডি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের কাছে চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি। শনিবার (৬ জুলাই) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান ডরিন।

তিনি বলেন, কলকাতার সিআইডি চিঠি দিয়েছে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে। চিঠিটি বাংলাদেশে এসেছে। আমি আর আমার মামা খুব তাড়াতাড়ি কলকাতা যাব।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আন্না অপহরণ ও হত্যার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন কালীগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিরা।

মানববন্ধনে ডরিন বলেন, আমার বাবার হত্যার সঙ্গে যারা জড়িত তাদের ফাঁসি চাই। বাবাকে হারিয়েছি, বাবাকে আর ফিরে পাবো না। অনেকে জেলে আছে, অনেকেই বাইরে আছে, তারা বেঁচে আছে কিন্তু আমার বাবা আর ফিরে আসবেন না। সব আসামির ফাঁসি হলেও বাবাকে আর ফিরে পাব না।

অনারকন্যা বলেন, ‘আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে তা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড। হত্যার মূল পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা, খুনি ও তথ্য গোপনকারীর সর্বোচ্চ শাস্তি চাই।

প্রসঙ্গত, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে যেখানে খুন করা হয়েছিল, সঞ্জীব গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে লাশের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। সেই খণ্ডিত অংশ এমপি আনারের কি না, তা নিশ্চিত হতেই ডিএনএন টেস্টের স্যাম্পল দিতে কলকাতা যাওয়ার কথা আনারকন্যা ডরিনের।।

Scroll to Top