ধেয়ে আসছে ভয়াবহ ঝড়, আজকেই আছড়ে পড়তে পারে দেশের যে ১১ জেলায়

টানা দুইদিনের বৃষ্টিতে রাজধানী ও আশপাশের এলাকা কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে বর্ষা মৌসুমের কারণে সারা দেশে কমবেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৬ জুলাই) দুপুর ১টার মধ্যে দেশের ১১টি জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। এই ঝড়টি অস্থায়ীভাবে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিতে হতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

Scroll to Top