বেগম জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে সাড়া দেশ ব্যপী নানা ধরনের কর্মসূচি পালন করছে বিএনপি দলের নেতাকর্মীরা। এমন পরিস্তিতিতে কোন অরাজকতা সৃষ্টি না হয় এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে দেশের প্রশাসন। এরই ভিত্তিতে দেশ জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এমন একরি তথ্য উঠে এসেছে বিভিন্ন মাধ্যমে। এক্ষেত্রে এমন তথ্য প্রসঙ্গে বেশ কিছু কথা জানালেন পু/লি/শ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান।
দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি রেড অ্যালার্ট জারি করতে হবে। জনগণের আ/ত/ঙ্কি/ত হওয়ার কোনো কারণ নেই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য টহল ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, পু/লি/শ সদস্যদের সব সময়ই সতর্ক অবস্থানে থাকতে বলা হয়। সামনে ২৮ ডিসেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের যেন কোনো স/হিং/স/তা না হয়, এজন্য দেশব্যাপী সব থানায় পু/লি/শ/কে সতর্ক থাকতে বলা হয়েছে। গো/য়ে/ন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। অনুরূপভাবে রাজধানীতেও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যত্যয় না ঘটে, সেজন্য সব পু/লি/শ সদস্যকে টহল ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। এটি পু/লি/শের একটি চলমান প্রক্রিয়া।
বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছে বিএনপি দল। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানানো হয়নি। এরই সুত্র ধরে নতুন করে সারা দেশ জুড়ে ৭ দিনের নানা কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি দল। এই সকল কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপি দলের নেতাকর্মীরা কোন প্রকার অরাজকতা সৃষ্টি না করতে পারে এরই লক্ষ্যে কঠোর সর্তকতা অবলম্বন করেছে প্রশাসন।