Saturday , December 2 2023
Breaking News
Home / Entertainment / ২ ঘণ্টা হেঁটে কাজে যেতাম দিত ৩৫ টাকা, দু’বেলার খাবার জুটত না: রোহিত শেঠি

২ ঘণ্টা হেঁটে কাজে যেতাম দিত ৩৫ টাকা, দু’বেলার খাবার জুটত না: রোহিত শেঠি

বলিউড মাধ্যম ভারতের প্রথম সারির বিনোদন মাধ্যম। এই মাধ্যমে অনেক অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক-প্রযোজক রয়েছে যারা অক্লান্ট পরিসজ্রম করে একে বারে শূন্য থেকে শুরুর করে সফলতার শীর্ষ স্থান দখল করতে সক্ষম হয়েছে। এমনকি উপার্জন করেছেন বিপুল পরিমানের অর্থ। এবার তেমনি একজনের নাম উঠে এসেছে। তিনি হলেন বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি। তিনি নিজেই জানালেন তার পূরানো দিনের বেশ কিছু কথা।

রোহিত শেঠি আজ বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় পরিচালক। তার সাম্প্রতিক ছবি ‘সূর্যবংশী’-র খরচ প্রায় ২০০ কোটি টাকা। এই মানুষটিরই এক দিন আয় ছিল মাত্র ৩৫ টাকা। জুটত না খাবারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত বলেন, লোকে ভাবে চলচ্চিত্র জগতে সবই খুব সহজ। কিন্তু কেউ জানে না যে এক সময়ে আমি ২ ঘণ্টা হেঁটে ছবির সেটে যেতাম। সেখানে কাজ করে মাত্র ৩৫ টাকা পেতাম। সেই টাকায় প্রায় দিনই আমার দু’বেলার খাবার জুটত না।

ছোটবেলায় মুম্বাইয়ের সান্তা ক্রুজে থাকতেন রোহিত। অর্থের অভাবে সেখানকার বাড়ি ছেড়ে দিতে হয়। দিদার বাড়ি দাহিসরে চলে যান সপরিবারে। মলাড থেকে আন্ধেরি পর্যন্ত হেঁটে যাতায়াত করতেন রোহিত। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পরিচালক রসিকতা করে বললেন, ‘আজ যখন আমার গাড়ির চালককে অলিগলি দেখিয়ে বলি, এখান দিয়ে নয়, ওখান দিয়ে চলো। তিনি ভাবেন, এ এত রাস্তা চিনল কী করে? চোর ছিল নাকি!

রোহিত শেঠি দীর্ঘ দিন ধরে বলিউড ইন্ডাষ্ট্রিতে কাজ করছেন। তিনি সিনেমা পরিচালনার মধ্যে দিয়ে অর্জন করেছেন ব্যপক সফলতা এবং সম্মাননা। তার পরিচালিত উল্লেখিত বেশ কয়েকটি দর্শক নন্দিত সিনেমা রয়েছে। এবং তার বেশ জনপ্রিয়তাও রয়েছে।

About

Check Also

দুই আসনে যে দলের হয়ে নির্বাচন করছেন কণ্ঠশিল্পী নকুল কুমার

জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস এবার দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *