Saturday , December 2 2023
Breaking News
Home / Entertainment / যদি পাঁচটা অপশনও দেওয়া হয়, আমি প্রতিবারই তাহসানের নাম বলব : দীঘি

যদি পাঁচটা অপশনও দেওয়া হয়, আমি প্রতিবারই তাহসানের নাম বলব : দীঘি

বাংলা ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেতা ও সংঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। অভিনয়ের পাশাপাশি গানের মধ্য দিয়েও লাখ লাখ ভক্ত-অনুরাগীদের মন জয় করে নিয়েছেন তিনি। এমনকি শুধু দেশেই নয়, বরং সারাবিশ্বজুড়ে বিস্তার করছে তার অগুণিত ভক্ত। এরই ধারাবাহিকতায় এবার জানা গেল, গুণী এই শিল্পীর একজন বড় ভক্ত জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

জীবনে এই তারকা সবচেয়ে বেশি গান শুনেছেন তাহসানের। তার অনেক দিনের ইচ্ছা ছিল কখনো সামনাসামনি তাহসানকে মন ভরে দেখবেন, উচ্ছ্বাস নিয়ে উপভোগ করবেন তার গান!

২১ নভেম্বর (বোরবার) রাতে দীঘির সেই স্বপ্ন সত্যি হয়েছে। এদিন রাতে রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এক ফ্যাশন শোতে তাহসানের পারফরমেন্স উপভোগ করেছেন দীঘি। এবারই প্রথম সরাসরি তাহসানকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন দীঘি। বাঁধভাঙা উল্লাসে মিশে গেছেন তার শোতে!

অনুষ্ঠানে তাসহান মঞ্চে উঠতেই নিজের আসন ছেড়ে সামনে চলে আসেন দীঘি। তাহসানের গাওয়া চারটি গান-‘দূরে তুমি দাঁড়িয়ে’, ‘বিন্দু আমি’, ‘তুমি ছুঁয়ে দিলে মন’, ‘আলো’র সবগুলোই দীঘি উপভোগ করেছেন তাহসানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে। এ সময় একাধিকবার মঞ্চে থাকা প্রিয় গায়ক তাহসানের হাত ছুঁয়ে দেন দীঘি। মোবাইলেও মুহূর্তূটি ধারণ করেন। পরে ব্যাক স্টেজে গিয়ে তার সঙ্গে ছবি তুলেও দিনটাকে স্মরণীয় করে রাখেন।

এরই এক ফাঁকে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে দীঘি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি তাহসান ভাইয়ার অন্ধ ভক্ত। আমাকে যদি বাংলাদেশের প্রিয় গায়কের ক্ষেত্রে পাঁচটা অপশনও দেওয়া হয় আমি প্রতিবারই তাহসান ভাইয়ার নাম বলব। তার গান, পার্সোনালিটি, পারফরমেন্স সব মিলিয়ে অসাধারণ! আজ তাকে দেখে, তার গান শুনে আমি যে আনন্দ পেয়েছি তা মুখে বলে বোঝাতে পারব না। এই আনন্দের রেশ অনেক দিন আমার মধ্যে থেকে যাবে। আমি সত্যি আজ মহাখুশি।’

এই অভিনেত্রী আর যোগ করেন, ‘আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা। ফলে আজ এখানে আসার কথা ছিল না। কিন্তু তাহসান ভাইকে দেখতে পারব, তার গান শুনতে পারব ভেবেই এখানে এসেছি। এখানে আমি র‌্যাম্পে হেঁটেছি সেটা ছিল একটা উসিলা মাত্র। কারণ শো দেখতে বাইরে যাবো বললে বাসা থেকে অনুমতি পেতাম না। তাই বন্ধুদের আয়োজন এবং র‌্যাম্পের কথা বলে ঘর থেকে বের হয়ে এসেছি।’

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু্ করেন প্রার্থনা ফারদিন দীঘি। তবে পরবর্তীতে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দিয়ে পর্দায় চিত্রনায়িকা হিসেবে কর্মীজবন শুরু করেন তিনি। তবে পরীক্ষা থাকায় এই মুহুর্তে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছেন দীঘি।

About

Check Also

দুই আসনে যে দলের হয়ে নির্বাচন করছেন কণ্ঠশিল্পী নকুল কুমার

জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস এবার দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *