Thursday , January 16 2025
Breaking News
Home / Entertainment / ঐশ্বর্যর সব সহ-অভিনেতাকে করতেন সন্দেহ, একদিন সবার সামনেই মেজাজ হারিয়ে বসেন সালমান

ঐশ্বর্যর সব সহ-অভিনেতাকে করতেন সন্দেহ, একদিন সবার সামনেই মেজাজ হারিয়ে বসেন সালমান

বলিউডের এক সময়ের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান এবং ঐশ্বর্যা রাই। ক্যারিয়ারে এক সঙ্গে জুটি বেঁধে ব্যবসায় সফল সিনেমা উপহার দিয়ে কোটি দর্শকের নজর কাড়েন তারা। তবে গুণী এই জুটির ঝুলিতে তখন সাকুল্যে মাত্র দু’টি ছবি। আর এরপর অনেক বছর তাদের আর কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। তবে আপনি জানেন কি? আরও অনেক ব্যবসায় সফল সিনেমা উপহার দিতে পারত এই জুটি?

‘চলতে চলতে’ ছবিতে মুখ্য ভূমিকায় প্রথমে ছিলেন শাহরুখ-ঐশ্বর্য। ছবির শ্যুট এগিয়েছিল বেশ কিছু দূর। হইহই করে চলছিল কাজ। কিন্তু আচমকাই ছবি থেকে বাদ পড়লেন নায়িকা। ব্যক্তিগত জীবনের টালমাটাল পরিস্থিতির কারণেই হাতছাড়া হয়েছিল অভিনয়ের সুযোগ।

সেই ছবির শ্যুট চলাকালীন সলমন খানের সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বর্য। কিন্তু তত দিনে তাঁদের প্রেমের সম্পর্কে মিশে গিয়েছে তিক্ততা। নানা কারণে প্রায়শই বিতণ্ডায় জড়াতেন সলমন। তুমুল ঝগড়া বাধত দু’জনের।

শোনা যায়, প্রেমিকার সমস্ত সহ-অভিনেতাকেই সন্দেহের চোখে দেখতেন ‘ভাইজান’। মাঝেমধ্যেই হানা দিতেন ঐশ্বর্যার ছবির সেটে। ব্যতিক্রম ঘটেনি ‘চলতে চলতে’-র ক্ষেত্রেও।

আচমকাই এক রাতে ছবির সেটে পৌঁছে যান সলমন। তখন একটি গানের শ্যুট শেষ করে পরের দৃশ্য শুরুর পরিকল্পনা চলছে। কিন্তু কোনও কিছুর তোয়াক্কা না করেই ঐশ্বর্যের সঙ্গে ঝামেলা শুরু করে দেন ‘টাইগার’।

চার ঘণ্টারও বেশি সময় ধরে ঝগড়া চলে সলমন-ঐশ্বর্যার। রেগেমেগে সেট থেকে বেরিয়ে যান সলমন। আচমকা এ ভাবে কাজে বিঘ্ন ঘটায় ক্ষুণ্ণ হয়েছিলেন পরিচালক আজিজ মির্জা। সে দিনের মতো কাজে ইতি টেনে দেন তিনি।

এই ঘটনার পরেই ঐশ্বর্যাকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন শাহরুখ। কাজের জায়গায় কোনও ধরনের সমস্যা চাননি কিং খান। তাই কোনও বাড়তি ঝামেলায় না গিয়ে সরিয়ে দেওয়া হয় ঐশ্বর্যাকে। পরিবর্তে নায়িকার চরিত্রে আসেন রানি মুখোপাধ্যায়।

অতীতে ঐশ্বর্যা জানিয়েছিলেন— তাঁকে যে ছবি থেকে বাদ দেওয়া হবে, সে কথা তাঁকে আগে জানাননি শাহরুখ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “যখন কোনও কারণ না দেখিয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, মানুষ চমকে যায়। তার ব্যাখ্যা চেয়ে আমি কখনও কাউকে কোনও প্রশ্ন করি না।”

পরবর্তীতে নিজের ভুল বুঝেছিলেন শাহরুখ। পরোক্ষ ভাবে ক্ষমাও চেয়েছিলেন ‘বন্ধু’ ঐশ্বর্যার কাছে। কিন্তু এ বিষয়ে আর কখনও কথা বলেননি তাঁরা।

তবে ২০১৬ সালে কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় আবারও এক সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় তাদের। আর এরই মধ্যে দিয়ে এটা স্পষ্ট হয় যে, সব রাগ-অভিমান ভুলে আবারও এক হয়েছেন তারা। এখনও এই জুটিকে বেশ মিস করে থাকেন ভক্তরা।

About

Check Also

দৌলতদিয়া পল্লীতে কাজের অভিজ্ঞতা নিয়ে যা বললেন রুনা খান

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার অভিনয় দক্ষতা এবং অসাধারণ চরিত্র উপস্থাপনার জন্য দর্শকদের হৃদয়ে জায়গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *