Tuesday , November 28 2023
Breaking News
Home / Abroad / প্রতিবেদনে উঠে এলো যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোয় বিশ্বে বাংলাদেশ কততম

প্রতিবেদনে উঠে এলো যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোয় বিশ্বে বাংলাদেশ কততম

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চতর ডিগ্রী অর্জনের লক্ষ্যে বিশ্বের উন্নত দেশ গুলোতে পাড়ি জমিয়ে থাকে। এক্ষেত্রে পচ্ছন্দের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী দেশটিতে পাড়ি জমিয়ে থাকে। এক্ষেত্রে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক শিক্ষা ইনস্টিটিউট। এতে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোয় বাংলাদেশ কততম স্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে এক বছরে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২০-২১ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেছেন সাড়ে আট হাজারের বেশি বাংলাদেশি। এর ফলে দেশটিতে শিক্ষার্থী পাঠানোয় ১৪তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক ব্যুরো এবং আন্তর্জাতিক শিক্ষা ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘২০২১ ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’ নামে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে মোট ৮ হাজার ৫৯৮ জন বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। ক/রো/না ভাই/রা/স মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা অভূতপূর্ব হারে কমলেও ২০২০ থেকে বাংলাদেশি শিক্ষার্থী কমেছে মাত্র ২ দশমিক ৭ শতাংশ।

গত মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষাগত বিনিময়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ, আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ে উভয় দেশের জনগণ ও পেশাদার নেটওয়ার্ক উপকৃত হবে। গত সোমবার এক ভার্চুয়াল সেমিনারে ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, ক/রো/না ভাই/রা/সের কারণে সারা বিশ্ব যখন চ্যালেঞ্জের মুখে, তখন গোটা বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ করতে যুক্তরাষ্ট্রে যেতে দেখা খুবই আনন্দদায়ক এবং উত্তেজনাপূর্ণ। ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ পালন করছে যুক্তরাষ্ট্র। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে আশাপ্রকাশ করেন ঢাকায় মার্কিন দূতাবাসের উপ-প্রধান।

বহুল প্রচলিত একটি প্রবাদ “শিক্ষা জাতির মেরুদন্ড”। শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। যে দেশ ও জাতি যত বেশি উন্নত তাদের মূলে রয়েছে স্বশিক্ষা। বর্তমান সময়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এবং বৃদ্ধি পেয়েছে দেশের শিক্ষার হার।

About

Check Also

বড় দুঃসংবাদ পেলেন প্রবাসীরা, ছুটিতে দেশে আসলেই পড়ছেন বিপাকে

মালদ্বীপ থেকে ছুটিতে দেশে যাওয়ার পর অভিবাসীদের ভিসা বাতিলের অভিযোগ উঠেছে। কোম্পানি ও সংস্থাগুলো বলছে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *