সম্প্রতি সময়ে বেশ কিছু দিন ধরে আলোচনার শীর্ষে রয়েছেন দেশের তথ্য ও প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসান। তার নানা ধরনের বক্তব্যে বার বার ফেলে দেয় নানা ধরনের আলোচনা সমালোচনা। বিশেষ করে নিজের দলের সুনাম আর বিএনপি নিয়ে বিষাধাগার করেই তিনি এসেছেন একাধিকবার আলোচনায়। আর এরই ধারাবাহিকতায় আবারো কথা বলেছেন তিনি।
এবার তিনি বলেছেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। কারও দয়ায় নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দান, দয়া নেওয়ার মতো মানুষ ছিলেন না। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও নন।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়রের অফিস কক্ষের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জিয়া সাব, বেগম জিয়া এরা দয়া, খয়রাত, ভিক্ষা, এতিমের টাকা লুটপাট করেছে। আর হজ্বের নামে হাজার হাজার সুটকেস ভর্তি করে টাকা বিদেশে পাচার করেছে। এ সবের প্রমাণ আমাদের কাছে আছে।
জিয়া আর্ফানেজ ট্রাস্র দুর্নীতি মামলায় দীর্ঘ দুই বছরেরও অধিক সময় কারাভোগের পর গত বছরের ১৫ সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত পান তিনি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের গত ২৫ মার্চ শর্ত সাপেক্ষে তার জামিনের মেয়ার আরও ছয় মাস বাড়ানো হয়। জানা যায়, বার্ধক্যজনিত কারনে প্রায় চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে তাকে।