বিশ্বের বিভিন্ন দেশের অনেক নাগরিক রয়েছে যারা নিজ দেশ ছেড়ে নানা কারনে অন্যান্য অনেক দেশে বসবাস করে থাকে। তবে এক্ষেত্রে এই সকল নাগরিকদের নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে সম্প্রতি সৌদি আরব নিজ দেশ বসবাস করার জন্য বিদেশী নাগরিক্দের নাগরিকত্ব দেওয়ার ঘোষনা দিয়েছে। তবে এক্ষেত্রে সুযোগ-সুবিধা পাবেন শুধু দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে নির্দিষ্ট কয়েকটি পেশায় বিশেষ দক্ষতাসম্পন্ন বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এমন ঘোষণা দেয় দেশটি। কিন্তু কবে থেকে এই ঘোষণা কার্যকর হবে সে বিষয়ে এখনই কিছু স্পষ্ট করেনি সৌদি। সৌদি আরবে পেশাদারদের জন্য একটি আকর্ষণীয় শীর্ষ স্তরের ব্যবসায়িক পরিবেশ তৈরি করাই দেশটির লক্ষ বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
জানা যায়, আইন,চিকিৎসা, বিজ্ঞান, সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রযুক্তির মতো কিছু পেশায় উচ্চ দক্ষতাসম্পন্ন মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে। এর আগে ২০১৯ সালেই এই পরিকল্পনার কথা জানিয়েছিল সৌদি আরব। এক টুইট বার্তায় দেশটির সরকার বলেছে, সৌদি আরবকে একটি বৈচিত্র্যময় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশ্বজুড়ে বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও উদ্ভাবকদের আকৃষ্ট করার জন্য এমন ঘোষণা দেয়া হয়েছে।
বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশেই বসবাস করছে অসংখ্য বাংলাদেশী। সৌছি আরবেও রয়েছে বিপুল সংখ্যা বাংলাদেশী। এবং অনেকেই অনেক পেশায় কর্মরত রয়েছে। তবে সম্প্রতি সৌদি বাদশাহর ঘোষনায় দেশটিতে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ পাচ্ছে দক্ষতাসম্পন্ন বাংলাদেশীরা।