সম্প্রতি গত শনিবার (৬ নভেম্বর) রাজধাণী ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বাংলা রুপালী জগতের স্বনামধন্য ও খ্যাতিমান অভিনেতা নাঈম। আর এর দুই দিন পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে নাঈমের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন তার স্ত্রী ও অভিনেত্রী শাবনাজ। তবে এই মুহুর্তে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
নাঈমের জন্য দোয়া চেয়ে জায়েদ খান বলেন—‘নাঈম ভাই এখন অনেক ভালো আছেন। সবাই দোয়া করবেন।’
এর আগে নাঈম ও তার স্ত্রী অভিনেত্রী শাবনাজের যৌথ ফেসবুক পেজ থেকে হাসপাতালে তোলা নাঈমের একটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দেন। সবার কাছে দোয়া চেয়ে তাতে লিখেন, ‘আপনাদের সবার প্রিয় নাঈম ভাইয়ের বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাঈমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন।’
ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের ব্যাপক জনপ্রিয় নাঈম ও শাবনাজ। ১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রেখেই দারুন সাড়া পান তারা। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ অভিনয় জগত থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়ার ঘোষণা দেন এই দম্পতি।