ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ‘আনারস মার্কা’ নিয়ে লড়ছিলেন মাহবুবুর রহমান বিজয়। তবে নির্ধারিত দিন আসতে না আসতেই রীতিমতো বেপরোয়া হয়ে উঠেন তিনি। যেভাবেই হোক ভোটে জিততেই হবে, এমন চিন্তা ধারা নিয়ে রীতিমতো অবৈধ পন্থা অবলম্বন করতেও দিধাবোধ করেননি তিনি। জানা গেছে, ভোট কিনতে গিয়ে নগদ টাকাসহ তাকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি নোয়াখালীর বেগমগঞ্জের ১৩নং রসুলপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতিসর্ব বিদ্যা। এ সময় তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়।
চৈতিসর্ব বিদ্যা বলেন, আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান বিজয়কে ৬০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। তিনি কেন্দ্রে আসা বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন এবং কেন্দ্রের আশপাশে টাকা নিয়ে ভোটারদের ম্যানেজ করছিলেন।
এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, গোপনে ভোটারদের কাছ থেকে টাকা দিয়ে ভোট কিন্তে গেলে হাতেনাতে আটক করা হয় মাহবুবুর রহমান বিজয়কে। এ সময়ে তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।