Wednesday , November 29 2023
Breaking News
Home / Entertainment / অবশেষে সেই নারীর সাথে গায়ক নোবেলের অন্তরঙ্গ ছবির বিষয়ে সামনে এলো ভিন্ন এক তথ্য

অবশেষে সেই নারীর সাথে গায়ক নোবেলের অন্তরঙ্গ ছবির বিষয়ে সামনে এলো ভিন্ন এক তথ্য

আবার বিয়ে করলেন সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল। সোমবার (২০ নভেম্বর) এক ফেস”বুক স্ট্যাটাসে নোবেল জানান, গতকাল বিয়ে করেছেন তারা। নোবেলের নতুন স্ত্রীর নাম ফারজানা আরশি। তার বাড়ি খুলনায়।

এর আগে ফেসবুকে কিছু ছবি প্রকাশ করেন নোবেল। ওই ছবিতে দেখা যায়, নোবেল তার স্ত্রী ফারজান আরশিকে জড়িয়ে ধরে ঠোঁটে ‘চু”মু’ দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে জানা গেছে, এটি আরশির দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি নাদিম আহমেদ নামের একজন ফুড ব্লগারকে বিয়ে করেছিলেন। আরশিও একজন ফুড ব্লগার।

আরশির আইডিতে এখনও নাদিমের সঙ্গে বেশ কিছু ছবি রয়েছে। নাদিমের সঙ্গে বিয়ের ছবি এখনো ফেসবুকে ঘুরছে। তবে নাদিমের সঙ্গে আরশির সম্পর্ক ভেঙেছে কি না তা জানা যায়নি। নোবেলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করার পর তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

জানা গেছে, এটি নোবেলের চতুর্থ বিয়ে। নোবেল প্রথমে বিয়ে করেন রিমি নামের এক মেয়েকে। সেই সংসার বেশিদিন টেকেনি। রিমিই নোবেলকে ডিভোর্স দিয়েছিলেন। এরপর এক আত্নীয়র মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন নোবেল। বেশিদিন টেকেনি সেই সংসারও।

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ”সারেগামাপা”-এর মাধ্যমে দুই বাংলায় জনপ্রিয় হয়েছেন মাইনুল আহসান নোবেল। এরপর থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। গানের চেয়ে ব্যক্তিগত জীবন ও নানা মন্তব্যের কারণেই বেশি আলোচিত হয়েছেন তিনি।

About bisso Jit

Check Also

ভালোবেসে বিয়ে, ভিকির সঙ্গে সংসার ভাঙার হুঁশিয়ারি বলিউড অভিনেত্রীর

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী ভিকি জৈনকে। বিয়ের পর থেকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *