দীর্ঘ বেশ কয়েক বছর ক্ষমতায় না থাকায় বিএনপির ওপর থেকে রীতিমতো আস্থা হারিয়ে ফেলেছেন নেতাকর্মীরা। এমনকি পদত্যাগও করেছেন অনেকেই। তবে এখনও এ দলে এমনও কিছু নেতাকর্মী রয়েছেন, যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও দলকে ছেড়ে যাননি। আর তাদের মধ্যে একজন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শত-বাধা বিপত্তির মধ্যে দিয়েও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।
তবে এদিকে এবার এক অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হতে হলো গুণী এই নেতাকে।
জানা গেছে, রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য দিচ্ছিলেন ফখরুল। এ সময় নিজেদের মধ্যে বিশৃঙ্খলা শুরু করেন কর্মীরা। কর্মীদের শান্ত করার চেষ্টাও করেন ফখরুল। কিন্তু তাতে কাজ না হওয়ায় বক্তব্য বন্ধ করে ডায়েস ছেড়ে চলে যান বিএনপি মহাসচিব। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে আবার বক্তব্য দেওয়া শুরু করেন তিনি।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে তরিকুল ইসলাম স্মৃতি সংসদে অনুষ্ঠানের আয়োজন করে।
শুধু মির্জা ফখরুলের বক্তব্য দেওয়ার সময় এমনটা ঘটেছে তা নয়, দলটির আরেক নেতা শামসুজ্জামান দুদুর বক্তব্য দেওয়ার সময়ও নিজেদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি করেন কর্মীরা। এ সময়ে নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন দুদু। তবে এরপরও নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি চলতে থাকে। আর এর একপর্যায়ে কাঁচের গেটের একটি অংশ ভেঙে যায়। এ ঘটনায় বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে এই মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রনে এসেছে বলে জানা গেছে।