ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা হিমুর মৃত্যুতে শোবিজ অঙ্গন শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারকারা। তাদের একজন অভিনেতা সিদ্দিকী। হিমুর মৃত্যুতে অভিনেত্রীর কথা স্মৃতিচারণ করেছেন তিনি। সহশিল্পীর মৃত্যুর খবরে তাকে নিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে উল্লেখ করেছেন বিয়ে নিয়ে হিমুর ভাবনা।
শুক্রবার সকালে ফেসবুকে হিমুর বেশ কয়েকটি ছবি পোস্ট করে সিদ্দিক লিখেছেন, ‘মৃ”ত্যু কত সহজ। এক মিনিটের নাই ভরসা, সেটা আবারও প্রমাণ করলেন অভিনেত্রী হুমাইরা হিমু। আমার অ্যালবামের ছবিগুলো বাস্তবের ছবি হয়ে উঠেছে। আমার অভিনীত সবচেয়ে বেশি নাটকের নায়িকা ছিলেন হুমাইরা হিমু। শুটিংয়ে দেখা হলেই বলতো, ভাইয়া আমার মনে হয় বিয়ে হবে না কোনোদিন। বলতাম কেন রে? সবাই খালি তোমার সাথে যখন অভিনয়ে নেয়, আমাকে ঝগড়াটে চরিত্র দেয়। এইসব টেলিভিশনে দেখে সবাই ভাবে বাস্তবেও আমি বোধ হয় একটা ঝগড়াটে মেয়ে। আর এমন একটা ঝগড়াটে মেয়েকে কে বিয়ে করবে বলো?’
আমি হেসে বলতাম, আরে পাগল তোর বিয়ে হবে, সুন্দর একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেবো আমরা। আমি চিত্রলেখা দিদি, ডলি ভাবি, নাদিয়া, বন্ধু রুমি, দিলু ভাই, আশিক এবং পরিচালক সোহাগ কাজী অনেক মজা করতাম ওর বিয়ের বিষয় নিয়ে বউ বিরোধ নাটকের শুটিংয়ের সময়। অনেক হাসাহাসি করতাম আমরা।’
সিদ্দিক বলেন, ‘আজ ভাবতে খুব খারাপ লাগে যে মেয়েটিকে আমরা বিয়ে দিতে চেয়েছিলাম সেই মেয়েটিই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা কি গ্রহণযোগ্য? হুমাইরা হিমু তার বিয়ের কথা আর বলবে না।
বাবা-মাকে হারিয়ে একা হয়ে যায় হিমু, সিদ্দিক এ বিষয়ে বলেন, “অনেক আগে বাবাকে হারিয়েছে সে। মা ছিলেন তার একমাত্র বন্ধু, জীবনসঙ্গী। বছর দুয়েক আগে তিনি তার মাকেও হারিয়েছেন। সে একা হয়ে পরেছিল। মা-মারা যাওয়ার পর থেকে শুটিংয়ে আসতো সবসময় লেট করে, আমরা জিজ্ঞাসা করলেই বলতো ভাইয়া একা থাকি, ঘুম থেকে উঠতে পারি না। পরিচালক এবং আমরা কিছু বলতাম না কারণ যখন অভিনয় শুরু করতো কিঞ্চিত পরিমাণে ভুল হতো না এই মেয়েটির, এক শট দ্বিতীয়বার দিতো না। পরিচালক হাসি দিয়ে বলতো ওকে হিমু আপু বা হিমু চলেন লাঞ্চ ব্রেক।’
শোক প্রকাশ করে তিনি বলেন, ‘সারাক্ষণ মেকআপ টেবিলে, চেয়ারে বসে, ফাঁক পেলেই ঘুমিয়ে পড়তো। হিমু ধমকের সুরে বলত। তিনি বললেন, আমি ঘুমিয়েছি কি না বল? একবার রিহার্সেল করা যাক। চলুন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে হিমু সত্যিই চিরকালের মতো ঘুমিয়েছে, এবং আমি তাকে শুটিং সেটে দেখতে পাব না।’
এই অভিনেতা বলেন, ‘পরিচালক আর অভিযোগ করবেন না, হিমু সেটে আসেননি, সিদ্দিক ভাই। তার সম্পর্কে আমাদের আর কিছু শোনার দরকার নেই। তবে ফজরের নামাজের পর সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, হুমাইরা হিমুর জন্য দোয়া করবেন। আল্লাহ মাতৃহীন এতিম মেয়েটিকে পরকালে হেফাজত করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন।
উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তরায় নিজের ফ্ল্যাট থেকে হিমুকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।