Monday , December 11 2023
Breaking News
Home / Countrywide / অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বাস-ট্রাক-কাভার্ড ভ্যান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বাস-ট্রাক-কাভার্ড ভ্যান

দেশে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় পন্যদ্রব্যের দাম যেটা থামিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এবার পন্যদ্রব্যের দাম বাড়ার পর বৃদ্ধি পেল থেলের দাম। যার প্রতিবাদ হিসেবে আগামীকাল (শুক্রবার) অর্থাৎ ৫ নভেম্বর সকাল ৬ টার পর থেকে সকল ধরনের গণপরিবহন ও মালবাহী পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে পণ্য পরিবহন ও গণপরিবহন মালিক সমিতির পক্ষ থেকে। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মালিক সমিতি এই ঘোষনা দিয়েছে।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দেশের একটি গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যে হারে ডিজেলের দাম বাড়ানো হয়েছে তাতে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।’

পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। আজই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পরিবহন ধর্মঘট কার্যকর হতে যাচ্ছে।

প্রতিবেশী দেশ ভারতে যে সময় জ্বালানী তেলের দাম কমানোর ঘোষনা দিয়েছে ঠিক সেই সময়ে বাংলাদেশে জ্বালানী তেলের দাম বাড়ানোর ঘোষনা দিলো। এই ধরনের দাম বৃদ্ধির ফলে জাতীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে বলে জানিয়েছেন অর্থনীতিবিদেরা। ঠিক কী কারনে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এটা স্পষ্টভাবে এখনও জানানো হয়নি।

About

Check Also

এবার নৌকার পক্ষে ভোট চাইলেন বিএনপি’র সেই আলোচিত নেতা

দ্বাদশ জাতীয় নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন সাইফুল ইসলাম নামের এক বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *