ট্রাফিক জ্যাম বাংলাদেশের একটি নিত্যদিনের ঘটনা। এই ট্রাফিক জ্যামে আটকা পরে প্রতিদিনই অসংখ্য মানুষ নানা ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে ঢাকা সিটিতে এই ট্রাফিক জ্যাম মারাত্মক আকার ধারন করেছে। এই ট্রাফিক জ্যামের পরিপ্রেক্ষিতে প্রতিবছরেই সরকারের হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। সম্প্রতি ট্রাফিক জ্যামে আটকা পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বেশ কিছু কথা বললেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।
গান গেয়ে ফেরার পথে ট্রাফিক জ্যামে আটকা পড়েন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। এই গুণী শিল্পী একটি অনুষ্ঠান শেষ করে এসে বিপাকে পড়েন আজ। জ্যামে যখন গাড়িতে বসে ছিলেন, তখন আর কিই বা করার আছে! আসলেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে। বেশ ঠান্ডা মেজাজে বললেন অনেক কথা। নিজেকে কিভাবে শান্ত রাখা যায়।সচারচর উল্লেখ্যযোগ্য হচ্ছে তিনি অনেক কথাই বলেন।
তিনি বলেন, ‘আমি কী পাব, আমার কী পাওয়ার আছে, আমি কী পেতে চাই, তার চেয়েও বড়, আমি কী দিতে পারি। কোনো কাজের বিনিময়ে কিছু পেতে হবে, এ ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। মানসিক সংকটে ভোগা যাবে না। অনেক সময় মানুষ ভাবেন, “আমি কী পারব, আমাকে দিয়ে কী হবে।” এসব চিন্তায় অনেককে দেখেছি ভয় পেতে। এ ভয় একটা অসুস্থতা।’
ফাহমিদা জানালেন, বর্তমানে তিনি যক্ষ্মা নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ সেবা দেওয়া হচ্ছে। যক্ষ্মা আছে কি না, এমন অনেক শিশুকে খুঁজে বের করতে হচ্ছে। শিশুর যক্ষ্মা আছে কি না, অনেকে তা বুঝতেই পারে না। তাদের খুঁজে চিকিৎসার আওতায় আনা হচ্ছে।’ মানবিক এ কাজ তাকে সব সময় অনুপ্রেরণা দেয়। এখন একটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত এই গায়িকা। ইতোমধ্যে বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন, আরও কিছু গানের পরিকল্পনা আছে তার।
বাংলাদেশের জনপ্রিয় এবং গুনী শিল্পীদের মধ্যে অন্যতম একজন ফাহমিদা নবী। ১৯৭৯ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি সংগীত অঙ্গনের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং করেছেন অসংখ্য গান। তার গাওয়া গান গুলো শ্রোতা মাঝে ব্যপক সাড়া ফেলেছে। এবং তার রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী।