Saturday , January 11 2025
Breaking News
Home / Countrywide / জামিন পেলেন নাসির-তামিমা, চুপ থাকলেন না রাকিব

জামিন পেলেন নাসির-তামিমা, চুপ থাকলেন না রাকিব

প্রতারণার মাধ্যমে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আজ রোববার (৩১ অক্টোবর) আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাংলাদেশে জাতীয় ক্রিকেট অন্যতম আলোচিত অলরাউন্ডার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা এবং শাশুড়ি সুমি আক্তার। এর আগে তাদের বিরুদ্ধে থানায় এ মামলা দায়ের করে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান।

এদিকে আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করে সংবাদ মাধ্যমকে নাসির জানিয়েছেন, ‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। সবদিক বিবেচনা করে জামিন মঞ্জুর করেছেন তারা।’

রোববার দুপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তামিমার ‘সাবেক স্বামী’ রাকিব হাসান। অনেকটা আক্ষেপের স্বরে তিনি বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের পক্ষ থেকে পার্ট টু পার্ট সবকিছু উপস্থাপন করা হয়েছিল। আদালত জামিন দিয়েছেন।’

‘তামিমার পক্ষ থেকে বলা হয়েছে, তামিমা তালাক দিয়েছে। কিন্তু ডিভোর্স লেটার পৌঁছানোর দায়িত্ব তার নয়। তালাকের নোটিশ তামিমার পৌঁছানোর দায়িত্ব না থাকলে তাহলে এটা কে পৌঁছাবে? আমার বউ আমাকে তালাক দিয়েছে সেটা আমি কার মাধ‌্যমে জানব? নোটিশের মাধ‌্যমেই তো জানব তাই না! আমি কোনো তালাকের নোটিশ পাইনি, তামিমা আমার সঙ্গে সম্পর্ক কনটিনিউ করেছে।’ বলেন রাকিব।

এখন আইনি প্রক্রিয়ায় সবকিছু এগিয়ে নিতে চান রাকিব। তা উল্লেখ করে তিনি বলেন, ‘জামিন পেলেই তো মামলা শেষ হয়ে যায় না, আইনি প্রক্রিয়ায় যা করতে হয় তার সবই করব। আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা।’

গত ৩০ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান। শুনানি শেষে আদালত ক্রিকেটার নাসিরসহ তিনজনকে ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন। গত ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন।

মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে। অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেন তাম্মি ও রাকিব। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের গত ১৪ ফেবরুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনেই কেবিন ক্রু তামিমা সুলতানাকে বিয়ে করে নাসির হোসেন। তবে বিয়ে করতে না করতেই সংবাদ মাধ্যমের শিরোনামে আসতে হলো তাকে। বিয়েবিচ্ছেদ না হওয়া সত্ত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করায় রীতিমতো মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। আর তার এই অনৈতিক কাজে সাহায্য করেন শাশুড়ি সুমি আক্তার।

About

Check Also

কৃষকদল নেতার জুয়ার আসরে অভিযান, আইনজীবী-কাউন্সিলরসহ গ্রেপ্তার ৯

ময়মনসিংহে এক জুয়ার আসরে অভিযান চালিয়ে আইনজীবী ও কাউন্সিলরসহ ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *