Monday , December 4 2023
Breaking News
Home / more/law / সর্বচ্চো সাজাপ্রাপ্ত আসামিরা কারাগারে কী সুযোগ-সুবিধা পায় জানাতে নির্দেশনা দিল হাইকোর্ট

সর্বচ্চো সাজাপ্রাপ্ত আসামিরা কারাগারে কী সুযোগ-সুবিধা পায় জানাতে নির্দেশনা দিল হাইকোর্ট

অপরাধীদের দমনে রাষ্ট্রীয় ভাবে নানা ধরনের অইনের প্রচলন রয়েছে। এমনকি বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন ধরনের সাজার প্রচলন রয়েছে। তবে এবার সারাদেশের কা/রা/গার গুলোতে থাকা সর্বচ্চো সাজাপ্রাপ্ত ফাঁ/সি/র আসা/মি/রা কী ধরনের সুযোগ-সুবিধা পায় এই বিষয়ে জানতে নতুন নির্দেশনা দিল উচ্চ আদালত।

সারাদেশের কারাগার গুলোতে থাকা ফাঁ/সি/র সাজাপ্রাপ্ত আসা/মি/রা কী ধরনের সুযোগ-সুবিধা পায় তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৪ নভেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ফাঁ/সি/র সা/জা/প্রাপ্ত আসা/মি/দের নিয়ে কারা অধিদপ্তর থেকে পাঠানো তথ্য আদালতে উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ শিশির। পরে তিনি আদালত থেকে বেরিয়ে জানান, দেশের কা/রা/গা/র গুলোতে মৃ/ত্যু/দ/ণ্ডা//দেশ মাথায় নিয়ে কন/ডে/ম সেলে বন্দি রয়েছে এক হাজার ৯৮৭ জন কয়েদি। এর মধ্যে পুরুষ কয়েদি রয়েছে এক হাজার ৯৩৩ ও নারী কয়েদি ৫৪ জন। তবে দেশে মোট কনডেম সেলের সংখ্যা দুই হাজার ৫৯৯টি। এরপর আদালত মৃ/ত্যু/দ/ণ্ড/প্রাপ্ত আসামিদের কী সুযোগ-সুবিধা রয়েছে তা জানাতে নির্দেশ দেন।

মানবিক কারনে অপরাধীরা অপরাধ করা স্বত্তেও কারাগারে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়েছে থাকে। তবে দেশের অনেক কারা/গা/রেই নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। তবে এই সংকট নিরসনের জন্য এবং সর্বচ্চো সাজাপ্রাপ্ত ফাঁ/সি/র আসা/মি/রাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিতে বিশেষ ভাবে কাজ করছে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা।

About

Check Also

‘আমাকে জামিন দিচ্ছস না কেন’ বলেই বিচারকের দিকে জুতা ছুড়লেন আসামি

ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় আসামি হিসেবে ২০২১ সাল থেকে কারাগারে রয়েছেন এক যুবক। গ্রেফতারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *