বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে তরবারি তুলে দেন।
বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে তরবারি তুলে দেন ডিবি প্রধান।
এ সময় হারুন অর রশিদ বলেন, ময়মনসিংহ জেলাকে ৬টি বিভাগে ভাগ করা হয়েছে। এই ছয়টি জেলা নিয়ে বৃহত্তর ময়মনসিংহের রূপান্তর ঘটলেও ইতিহাস, শিল্প, সমৃদ্ধ জীবন ও সংস্কৃতির অবিনশ্বর প্রেক্ষাপটের পরিধি ও পরিধিতে এটি একই সূত্রে নির্মিত। এ ইউনিয়নকে বেগবান করতে বৃহত্তর ময়মনসিংহের স্বপ্নযাত্রা শুরু হয়।
তিনি বলেন, বৃহত্তর মঙ্গমনসিংহের অনেক মেধাবী সন্তান এখানে রয়েছে। আমাদের অহংকার ও অহংকার সদ্য নিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিত্ব। যিনি মহান মঙ্গমনসিংহের পুত্র।
এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আইনের অধিকাংশ বই ইংরেজিতে। ১৯৮৪ সাল থেকে বাংলাদেশে সব আইন প্রণীত হচ্ছে বাংলা ভাষায়। আগের সব আইন ইংরেজিতে। আইন ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা কঠিন কাজ নয়। কিন্তু এত সহজ নয়। কারণ আইনের ভাষা একটু ভিন্ন।