Monday , December 11 2023
Breaking News
Home / Entertainment / পরীমণির বারবার রিমান্ড মঞ্জুর : হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন ২ বিচারক

পরীমণির বারবার রিমান্ড মঞ্জুর : হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন ২ বিচারক

মাদক আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বারবার রিমান্ড মঞ্জুর করার ঘটনায় এবার হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুই বিচারক। এর আগে এ ঘটনার ব্যাখ্যা চেয়ে ঐ দুই বিচারককে তলব করে হাইকোর্ট। তবে এ সময়ে আদালতের কাছ থেকে এক সপ্তাহের সময় নেনে তারা।

আজ রোববার সকালে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাহিদ সরোয়ার কাজলের বেঞ্চে ক্ষমা প্রার্থনা করেন তারা।

আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। চিত্রনায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া দুই বিচারককে আদালতে তলব করা হয়।

উল্লেখ্য, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ০৪ আগস্ট অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময়ে তল্লাশি চালিয়ে তার বাসা থেকে বিপুল পরিমাণে মদ ও বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ মামলায় দীর্ঘ ২৭ দিন কারাভোগের পর গত ১ সেপ্টেম্বর জামিনে জেল থেকে ছাড়া পান তিনি।

About

Check Also

মার্কিন নাগরিককে সঙ্গে নিয়ে হঠাৎ বঙ্গভবনে শাকিব খান

ঢালিউড কিং শাকিব খান। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘রাজকুমার’ ছবিতে। এতে শাকিবের বিপরীতে অভিনয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *