Saturday , December 2 2023
Breaking News
Home / Entertainment / আগেই যদি আমি বাড়ি আসতাম, তাদেরকে ছাড়তাম না আমি: শাহরুখ

আগেই যদি আমি বাড়ি আসতাম, তাদেরকে ছাড়তাম না আমি: শাহরুখ

দীর্ঘ ২৭ দিন অতিবাহিত হওয়ার পর জে’ল হতে জ’মিনে মুক্তি পেলেন শাহরুখ খান পূত্র আরিয়ান খান। আর তার এই জামিনের বিষয়টি আজ হয়ে উঠেছে বলিউড দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজ (শনিবার) মুম্বাইয়ের আর্থার রোড কা’রা/গার হতে জা’মিনে মুক্তি পেয়েছেন শাহরুখ-গৌরীর পূত্র আরিয়ান খান।

এদিকে শাহরুখ খানের একটি পুরনো সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভা’ইরাল হয়েছে। এক সাক্ষাৎকারে শাহরুখ খান অনেকটা মজা করে বলেছিলেন যে তিনি অমর সিংয়ের চোখে দেখতে পেয়েছেন শয়তানের ছায়া। আর এতেই ক্ষু’/ব্ধ হন অমর সিংয়ের সমর্থকরা। পরে বি’ক্ষু’/ব্ধ অমর সমর্থকরা শাহরুখের বাড়ির বাইরে জড়ো হন।

সেখানে এতোটাই চি’ত্কা/র করছিলেন যে, অনেক ভ’/য় পেয়েছিল শাহরুখের সন্তান আরিয়ান ও সুহানা। আর এই পরিস্থিতি সামলানোর জন্য ডাকতে হয় পু’/লি’/শও। আর এমন সময়টাই শাহরুখ বাড়িতেও ছিলেন না। পরে তিনি খবর শুনে কাজ ফেলেই বাড়িতে ছুটে এসছিলেন।

সে সময় শাহরুখ বলেছিলেন, ক্ষ’/তি করবেন বলে ভ’/য় দেখালেও আমি ভ’/য় পাবো না। কিন্তু আমার সন্তানদের ভ’/য় দেখানোর চেষ্টা করলে চুপ করে বসে থাকবো না।

পু’/লি’/শ আসার আগেই যদি আমি বাড়ি আসতাম, তাহলে সেখানের সব লোকজনদেরকে কাঁ’দিয়ে ছাড়তাম। যাদের জন্য আমার মেয়ের চোখে পানি এসেছিল, তাদেরকে ছাড়তাম না আমি।

শাহরুখ বলেন, আমাকে নিয়ে কোনো সমস্যা থাকলে সরাসরি আমার সঙ্গে কথা বলুন। আমার ছোট্ট মেয়েটা ভয়ে কাঁ’দছিল বিষয়টা একদমই মেনে নিতে পারছি না। আমি পাঠান, আর আমার পরিবারকে রক্ষা করতে জানি।

উল্লেখ্য, চলতি মাসের ২রা অক্টোবর গ্রে’/ফ’তার হয়েছিলেন আরিয়ান খান। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন বিষয়ে এরপর ৩রা অক্টোবর দুপুরের দিকে আরিয়ানকে গ্রে’ফতার দেখানোর মাধ্যমে জে’/লে প্রেরন করেন আদালত। গেল ৭ অক্টোবর তাকে কা’রাগা/রে নেওয়া হয়। এরপর শাহরুখ খানের পরিবারে বিষন্নতার ছায়া নেমে আসে। অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত আজ (শনিবার) সকালে তার জা’মিনে মুক্তি দেওয়া হয়েছে।

About

Check Also

দুই আসনে যে দলের হয়ে নির্বাচন করছেন কণ্ঠশিল্পী নকুল কুমার

জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস এবার দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *