Saturday , December 2 2023
Breaking News
Home / Entertainment / ঘর ভাড়া দিয়ে বিপাকে আকবর, চুরি হলো বাসার সবকিছু

ঘর ভাড়া দিয়ে বিপাকে আকবর, চুরি হলো বাসার সবকিছু

সামান্য রিকশাচলাক থেকে একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হয়ে ওঠা যায়, তাকে না দেখলে হয়তো কখনো বুঝাই যেত না। একটা সময়ে রাস্তায় রিকশায় প্যাডেল মারতেন আর মনের আনন্দে গেয়ে উঠতেন নানা ধরণের গান। তার গানের শুরে রীতিমতো মুগ্ধ হতেন যাত্রী, পথচারীরা। হ্যা বলছি সেই গুণী সংগীতশিল্পী আকবরের কথা। যাকে এখন আর গান গাইতে দেখা যায় না। শারীরিক অসুস্থতার ফলে সর্বদা চিকিৎসকের শরনাপন্ন হতে হচ্ছে তাকে।

আর এরই মধ্যে ফের বিপাকে পড়েছেন তিনি।

জানা গেছে, তার বাসায় চুরি হয়েছে। আর্থিক অবস্থা খারাপ থাকায় অক্টোবর মাস থেকে আকবর তার বাসার একটি রুম এক দম্পতিকে ভাড়া দেন। শুরু থেকে বাসার টুকটাক জিনিস খোয়া যাচ্ছিল। কিন্তু সোমবার সকালে আকবরের স্ত্রী তার একমাত্র কন্যাকে নিয়ে স্কুলে যাওয়ার পর ওই দম্পতি বাসার সবকিছু চুরি করে নিয়ে পালিয়েছে। ওই দম্পতির দু’জনের মধ্যে পুরুষ ভাড়ায় গাড়ি চালান এবং তার স্ত্রী একটি গার্মেন্টসে চাকরি করেন বলে তাদের জানিয়েছিলেন।

About

Check Also

দুই আসনে যে দলের হয়ে নির্বাচন করছেন কণ্ঠশিল্পী নকুল কুমার

জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস এবার দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *