Thursday , January 16 2025
Breaking News
Home / Entertainment / বিকিনি পরেই ছেলের সামনে নাচ শুভশ্রীর, পছন্দ করলো মিথিলা (ভিডিওসহ)

বিকিনি পরেই ছেলের সামনে নাচ শুভশ্রীর, পছন্দ করলো মিথিলা (ভিডিওসহ)

ইতিমধ্যে এক বছর বসয় পেরিয়েছে টালিউড জগতের অন্যতম সুখী তারকা দম্পতি রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রীর ছেলে ইউভানের। আর এই উপলক্ষে প্রথমে ইউভানের জন্মদিন এবং দ্বিতীয় দুর্গোৎসব পালনের পর হাওয়া বদল করতে স্বামী-সন্তান নিয়ে মলদ্বীপে যান শুভশ্রী গাঙ্গুলী। অবশ্য সেখানে সফর শেষে সপ্তাহ খানেক আগেই কলকাতায় ফিরেছেন গুণী এই দম্পতি।

তবে ভক্তদের উদ্দেশ্যে মলদ্বীপে কাটানো বিভিন্ন বিশেষ মুহূর্তগুলিকে একে একে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ।

 

সম্প্রতি তিনি ভ্যাকেশন মোমেন্টস থেকে একটি ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন। রাজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে মা শুভশ্রীর সঙ্গে ইংরেজি গানে জমিয়ে নাচছে ইউভান। মলদ্বীপের সমুদ্রের ধারের রিসোর্টে উঠেছিলেন রাজশ্রী। ভিডিওতে ধরা পড়েছে সমুদ্রের দৃশ্য। ভিডিওটি যে রাজই তুলেছেন, তা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

ভিডিওতে দেখা যাচ্ছে মায়ের কোলে চেপে রয়েছে ইউভান। শুভশ্রী তাকে কোলে নিয়ে আপন মনে নাচছেন। মা-ছেলের এমন মিষ্টি মুহূর্তের ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। ঋতাভরী চক্রবর্তীসহ টলিউডের অন্যান্য তারকারাও এই পোস্টে ভালোবাসার প্রতিক্রিয়া দিয়েছেন।

মা-ছেলের বন্ডিং নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। টলিউডের একজন ব্যস্ততম অভিনেত্রী হয়েও শুভশ্রী যেভাবে তার সন্তানের দেখভাল করছেন তাতে কার্যত তাকে অনুপ্রেরণা হিসেবে মানছেন অনেকেই।

মিথিলার লাভ ইমোজি দেওয়া স্ক্রিনশটভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কমেন্ট বক্সে শুভশ্রী এবং ইউভানের এই ভিডিওতে ভালোবাসার ইমোজিও দিয়েছেন অনেকেই। আর তার মধ্যে বাদ যাননি বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলাও। তিনি শুভশ্রীর এই ভিডিওতে ভালোবাসার ইমোজি দিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন।

ভালোবাসা উজাড় করে দিলেও অনেকেই শুভশ্রীর পোষাক নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। ‘ছেলের সামনে এই পোশাকে নাচা উচিত নয়’ বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন নেটিজেন। এই মন্তব্যে পাল্টার জবাবে অনেকেই তাকে সমর্থনও করেছেন।

দুর্গাপূজার মরসুমে অষ্টমীর দিন সকালবেলা দুর্গা মন্ডপে ইউভানকে দেখা গিয়েছিল কাঠি হাতে নিয়ে ঢাক বাজাতে! খুদেকে ঢাক বাজাতে দেখে নেটিজেনরা বেশ মজা পেয়েছিলেন। এর আগেও মামা জিৎ গাঙ্গুলীর সঙ্গে গিটার বাজিয়ে শুনিয়েছিল ইউভান। এবার রাজশ্রীপুত্রকে বিদেশি গানের ছন্দে নাচতেও দেখলেন নেটিজেনরা।

প্রসঙ্গত, কাজের সূত্র ধরে পরিচয়-অতঃপর ২০১৮ সালের ৭ মার্চ ধর্মীয় রীতিতে চিত্রপরিচালক রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শুভশ্রী গাঙ্গুলী। এরপর গত বছরের ১২ সেপ্টেম্বর গুণী এই দম্পতির ইউভান না‌মে একটি পুত্র সন্তান হয়। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ ভালই কাটছে শুভশ্রীর সংসার।

About

Check Also

দৌলতদিয়া পল্লীতে কাজের অভিজ্ঞতা নিয়ে যা বললেন রুনা খান

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার অভিনয় দক্ষতা এবং অসাধারণ চরিত্র উপস্থাপনার জন্য দর্শকদের হৃদয়ে জায়গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *