Monday , December 11 2023
Breaking News
Home / Entertainment / না ফেরার দেশে অভিনেতা মাহমুদ সাজ্জাদ, দোয়া চাইলেন ভাই

না ফেরার দেশে অভিনেতা মাহমুদ সাজ্জাদ, দোয়া চাইলেন ভাই

আজ রোববার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলা চলচ্চিত্রের বেশ জনপ্রিয় একজন অভিনেতা মাহমুদ সাজ্জাদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গুণী এই অভিনেতার ভাই নাট্যজন ম হামিদ।

তিনি বলেন, ‘সব শেষ, ভাই আর নেই। আজ বিকেল সাড়ে তিনটায় মারা গেছেন তিনি।’

গত ১ সেপ্টেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিউইতে ছিলেন তিনি।

ম হামিদ আরও বলেন, ‘কিছু দিন আগে মাহমুদ সাজ্জাদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। নতুন কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন চিকিৎসকরা। শেষের দিকে কিছুই খেতে পারতেন না। নল দিয়ে খাওয়ানো হত তাকে।’

তিনি বলেন, ‘ভাইয়ের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাই।’

এদিকে পরিবার-পরিজনদের পাশাপাশি গুণী এই অভিনেতার মৃত্যুতে শোকের কালো ছায়া নেমে এসেছে ভক্তদের মাঝেও। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় অভিনয় করেও ভক্তদের মনে দাগ কেটেছিলেন তিনি। তাই হঠাৎই তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তারা।

About

Check Also

অবশেষে মাহিয়া মাহি’কে বড় সুখবর দিল নির্বাচন কমিশনাররা

অভিনেত্রী মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *