Wednesday , January 15 2025
Breaking News
Home / Sports / ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান দলকে বিশেষ বার্তা দিলেন ইমরান খান

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান দলকে বিশেষ বার্তা দিলেন ইমরান খান

দক্ষিন এশিয়ার দেশ গুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম প্রতিদ্বন্ধী দুই দেশ ভারত-পাকিস্তান। রাজনীতি থেকে শুরু করে খেলার মাঠেও এই প্রতিদ্বন্ধীতা বিরাজ মান। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের প্রথম খেলা। এই প্রসঙ্গে পাকিস্তানের ক্রিকেট দলের প্রতি বিশেষ বার্তা দিলেন ইমরান খান।

অপেক্ষার প্রহর শেষ হলো। দীর্ঘ কয়েক বছর পর আবারও বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তান মহারণ দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব। রোববার (২৪ অক্টোবর) রাত ৮টায় ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামছে পাকিস্তান। শুধু টি-টোয়েন্টি নয়, ৫০ ওভারের বিশ্বকাপের সকল আসর মিলিয়েও ভারতের বিপক্ষে কোনো জয় নেই পাকিস্তানের। এবারের ম্যাচটিতেও জয়ের পাল্লা ভারতের দিকেই ভারী। তাইতো পাকিস্তানের মেন্টর রূপে ফিরে আসলেন দেশটির সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পরামর্শ দিলেন বাবর আজমদের। বিশ্বকাপের দলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেছেন ইমরান।

১৯৯২ সালে কীভাবে সব হিসেব উল্টে তারা বিশ্বকাপ জিতেছিলেন, সেই কাহিনী বাবরের দলকে শুনিয়েছেন ইমরান। শনিবার সাংবাদিক বৈঠকে এসে বাবর বললেন, এখানে আসার আগে আমাদের কথা হয়েছে। সেখানেই উনি ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী দলের মানসিকতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শুধু তাই নয়, বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার সঙ্গেও কথা হয়েছে তার। বাবর বলেছেন, চেয়ারম্যান আমাদের শান্ত থাকতে বলেছেন। কারণ শান্ত থাকলেই সাফল্য ধরা দেবে। বাইরে থেকে অনেক কথাই বলা হবে। কিন্তু সে সবে পাত্তা না দিয়ে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ম্যাচের দিন নিজেদের একশ শতাংশ উজাড় করে দিতে হবে। পাক অধিনায়ক বাবর জানান অতীতের ফলের কথা মাথায় রেখে যে তারা মাঠে নামবেন না। তিনি বলেন, অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবতে চাই না। আমাদের লক্ষ্য এখন এই বিশ্বকাপে ভাল ফল করা। নিজেদের শক্তি এবং দক্ষতার উপর জোর দিতে চাই। সাধারণ বিষয়গুলির উপর নজর দিয়ে নিজেদের শান্ত রাখতে চাই। ভাল ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য।

বর্তমান সময়ে পাকিস্তানের সরকারের দায়িত্ব পালন করছেন ইমরান খান। তিনি একজন সাবেক ক্রিকেট খেলোওয়ার। তিনি দীর্ঘ সময় ধরে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে খেলেছেন। এবং পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের হয়ে অনেক আর্ন্তজাতিক ম্যাচে অংশগ্রহন করেছেন। তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে অর্জন করেছেন ব্যপক সফলতা এবং সম্মাননা।

About

Check Also

সাকিব ইস্যুতে বাংলাদেশকে ‘নিষিদ্ধ’ করতে পারে আইসিসি

সাকিব আল হাসানকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে তার ভক্তরা নানা কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *