Wednesday , January 15 2025
Breaking News
Home / Countrywide / সরকার যা বলে তাই ইতিহাস হয়, মজনু আর ইকবালের ইতিহাস: মান্না

সরকার যা বলে তাই ইতিহাস হয়, মজনু আর ইকবালের ইতিহাস: মান্না

সমগ্র দেশ জুড়ে কুমিল্লায় হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মাঝে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে চলছে ব্যপক আলোচনা-সমালোচনা। সম্প্রতি এই ঘটনায় মূল অভিযুক্তকারী ইকবাল হোসেনকে গ্রে/ফ/তা/র করেছে প্রশাসন। এবার সেই ইকবাল হোসেনের প্রসঙ্গ তুলে বর্তমান সরকারের সমালোচনা করে বেশ কিছু কথা জানালেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বর্তমানে সরকারের কথায় ইতিহাস তৈরি হয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অলি আহাদের ৯ম মৃ/ত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
কুমিল্লার ঘটনায় গ্রে/ফ/তা/র হওয়া ইকবাল হোসেন প্রসঙ্গে মান্না বলেন, বাংলাদেশে এখন ওরা (সরকার) যা বলে তাই ইতিহাস হয়। ওই যে, বছর আড়াই আগে কুর্মিটোলা হাসপাতালের ওখানে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যখন ধ/র্ষ/ণ করা হলো তখন সরকার একজনকে গ্রেফ/তা/র করলো। তার নাম মজনু। ছবিটা কেমন? ওর চেহারা কেমন? দেখলে কী মনে হয় গায়ে কতখানি শক্তি? তার সামনের ৩-৪টা দাঁতই নাই। সে লোককে ধ/র্ষ/ণ/কা/রী বলে চালানো হলো…।

তিনি বলেন, ঠিক এরকম ইকবাল (ইকবাল হোসেন) দেখছেন না এখন… এত বড় ঘটনা। আবার একটা লোক হাজির করে দিলেন। সেই লোক নাকি ভবঘুরে। তার মা বলেছে, ও নে/শা করে ১০-১২ বছর ধরে। ওর মাথা ঠিক নাই। পু/লি/শ বলছে, ওকে জিজ্ঞাসা করলে জবাব দেবে কী? বিশ্বাসই করা যাবে না। কারণ তার কথাবার্তা উল্টা-পাল্টা। অর্থাৎ এমন একটা লোক হাজির করেছে, সত্যি সত্যি পুলিশ বলছে- এই কিন্তু এ কাজ করেছে।

তিনি বলেন, মজনু আর ইকবাল হোসেনের মধ্যে কোনো পার্থক্য আছে? এদের ইতিহাস হলো মজনু আর ইকবাল হোসেনের ইতিহাস। সেভাবে তারা ইতিহাস তৈরি করার চেষ্টা করছে। সমস্ত ইতিহাস বিকৃত করে একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করছে, তখন অলি আহাদ আমাদের কাছে প্রাসঙ্গিক। কারণ অলি আহাদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন তিনি জে/ল খেটেছেন।

বর্তমান সরকার পরপর টানা তিন মেয়াদে রাষ্ট্রের দায়িত্ব পালন করছে। তবে এই সরকারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। নানা অভিযোগের মধ্যে দিয়েই সরকারের দায়িত্ব পালন করছে আওয়ামীলীগ দল। প্রায় সময় এই দলের নানা অনিয়মের কর্মকান্ড তুলে ধরছে দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ সুশীল সমাজের অনেকেই।

About

Check Also

যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর হাসপাতালে নিথর ছাত্রদল নেতা

নোয়াখালীতে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর চিকিৎসাধীন অবস্থায় এক সাবেক ছাত্রদল নেতা মৃত্যুবরণ করেছেন। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *