Tuesday , December 5 2023
Breaking News
Home / Entertainment / ভক্তের কাণ্ডে মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় এক পোষ্ট দিলেন অমিতাভ

ভক্তের কাণ্ডে মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় এক পোষ্ট দিলেন অমিতাভ

তারকা ব্যক্তিদের নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহলির শেষ নেই। প্রায় সময় নানা ইস্যু নিয়ে তারকা ব্যক্তিরা ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার সম্মুখীন হ্যে থাকেন। আবার অনেক ভক্ত-অনুরাগী রয়েছে যারা কিনা পচ্ছন্দের তারকাদের জন্য নানা ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। সম্প্রতি এমনি এক ভক্তের ঘটনা উঠে এসেছে প্রকাশ্যে।

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। বিশ্বে তার কোটি কোটি ভক্ত। এর মধ্যে অনেক ‘উন্মাদ ভক্তও’ রয়েছেন। সম্প্রতি তেমনই এক ভক্তের কাণ্ডে আবেগাপ্লুত ‘বিগ বি’। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। এতে দেখা যাচ্ছে, এক ভক্ত তাকে গাড়ির গায়ে লেখা তার বিভিন্ন সংলাপ দেখাচ্ছেন। এতে এই অভিনেতার বহুল চর্চিত সংলাপ ‘ডন কো পাকাড়না মুশকিল নেহি না মুনকিম হ্যায়’, ‘পুরা নাম বিজয় দীননাথ চৌহান..’ প্রভৃতি লেখা রয়েছে।

ক্যাপশনে অমিতাভ বচ্চন আবেগাপ্লুত হয়ে লিখেছেন, ‘তিনি পুরো গাড়িতে আমার সিনেমার সংলাপ লিখেছেন। তার শার্টেও আমার সব সিনেমার নাম রয়েছে। যখন তার গাড়ির দরজা খোলা হয় আমার সিনেমার সংলাপ বেজে ওঠে। এটি সত্যিই অসাধারণ। থর নামের এই গাড়িটি তিনি নিয়ে এসেছেন এবং ড্যাশবোর্ডে অটোগ্রাফ না দেওয়া পর্যন্ত তিনি যাবেন বলে জানান, আমিও দিয়ে দিলাম।’

বলিউডে শাহেন শাহ অমিতাভ বচ্চন। তিনি দীর্ঘ সময় ধরে বলিউডে তার পথচলা। ১৯৬৯ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি বলিউডের সঙ্গে রয়েছেন। এবং অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। তিনি তার ক্যারিয়ারে অর্জন করেছেন ব্যপক সফলতা এবং সম্মাননা।

About

Check Also

শাকিব খান শিক্ষিত নন: জায়েদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কারণে সমালোচনার মুখে পড়েন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *