Monday , December 11 2023
Breaking News
Home / Entertainment / কারাগারে দেখা করে ছেলের নিকট বিভিন্ন বিষয়ে জানতে চাইলেন শাহরুখ খান

কারাগারে দেখা করে ছেলের নিকট বিভিন্ন বিষয়ে জানতে চাইলেন শাহরুখ খান

বলিউড বাদশা হিসেবে খ্যাত শাহরুখ পূত্র আরিয়ান খান বর্তমান নিষিদ্ধ দ্রব্যের কান্ডে কারাগারে রয়েছেন। গতকাল বুধবার (২০ অক্টোবর) তার আগের জা’মিনের আবেদনের প্রেক্ষিতে শু’নানির পর জা’মিন নামন্জুর করে দেয় আদালত। এবার শাহরুখ খান তার ছেলের জা’মিন লাভের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্ট হতে বিচারক শু’নানির জন্য আসছে ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টায় মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছেলের সঙ্গে দেখা করতে যান শাহরুখ। গ্রিল ও কাঁচের দেয়ালের ওপারে ছেলে আরিয়ান খান। কথা হল ইন্টারকমে। জে’/লের ভিতরে বাবা-ছেলের প্রায় মিনিট পনেরো কথা বললেন। তারপরেই দ্রুত বেরিয়ে যান কিং খান।

জে’ল সূত্রে খবর, ছেলে ঠিক মতো খাওয়াদাওয়া করছেন কি না তা জানতে চান শাহরুখ। আরিয়ান জবাবে জানান, জে’লের খাবার তার ভাল লাগছে না। শাহরুখ তখন জে’ল-কর্তৃপক্ষের কাছে জানতে চান, বাড়ি থেকে খাবার পাঠানো যাবে কিনা।

জে’ল-কর্তাদের বক্তব্য, ‘আদালত নির্দেশ দিলে খাবার পাঠানো যাবে।’ সূত্রের খবর, বাবার সঙ্গে দেখা করে কেঁ’দে ফেলেছিলেন ২৩ বছরের তারকা সন্তান। এসময় শাহরুখ তাকে ধৈর্য ধরতে বলেন। এদিকে ছেলের সঙ্গে জে’লে দেখা করার পরই শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ হাজির এনসিবির গোয়েন্দারা।

উল্লেখ্য, আরিয়ান খান বর্তমান সময়ে কা’রাগা’রের রয়েছেন এবং সেখানে বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ পাঠ করছেন। এদিকে তার অভিভাবকেরা সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান ছাড়া পেলে আগামি দুই মাসে মধ্য তাকে বাড়ি থেকে বাইরে বের হতে দেবেন না। আরিয়ান খান কা’রাগার থেকে বেরিয়ে সমাজের কল্যানমূলক কাজ করবেন বলে জানিয়েছেন সে নিজেই।

About

Check Also

রণবীর কাপুরের সাথে অন্তরঙ্গ দৃশ্য বিস্মিত করেছিল তৃপ্তির মা-বাবাকে

‘পশু’ ছবিতে জোয়া রিয়াজ নামে এক তরুণীর ভূমিকায় দেখা গিয়েছিল তৃপ্তিকে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *