Tuesday , November 28 2023
Breaking News
Home / Entertainment / লজ্জাবোধ বলে কিছু নেই, এমন পরিচয় দিও না, শ্রাবন্তীকে কটাক্ষ

লজ্জাবোধ বলে কিছু নেই, এমন পরিচয় দিও না, শ্রাবন্তীকে কটাক্ষ

বিয়ে আর বিচ্ছেদ এই দুটি বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আলোচনায় রয়েছেন। অবশ্য তিনি নানা ধরনের অজুহাত দেখিয়ে তার তৃতীয় স্বামীর সাথে বিচ্ছেদের পথে। তার সিনেমার কাজ নিয়ে কোনো ধরনের আলোচনায় নাই, আছে শুধু তার বিয়ে বিচ্ছেদ নিয় নেতিবাচক আলোচনায়। এবার তারই রেশ কাটতে না কাটতেই তিনি নতুন আবার এক আলোচনার মুখে পড়লেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘ঈশ্বরের সৃষ্টিকে দু-হাত বাড়িয়ে স্বাগত জানান।’ ছবিটিতে দেখা যায় জুতো পরে গণেশ মূ’র্তির ওপর বসে আছেন তিনি। আর তাতেই ট্রো’লের শি’/কা’র হতে হচ্ছে তাকে। তী’ব্র ক’টাক্ষের পাশাপাশি হি’ন্দু ধর্ম অবমাননার অভিযোগও আনা হয়েছে তার বিরু’দ্ধে।

‘লজ্জাবোধ বলে কিছু নেই? জুতো পরে গণেশের ওপর বসে পড়েছো, নিজেকে হি’ন্দু বলে পরিচয় দিও না। বেহায়া মহিলা।’ ‘শেষ পর্যায়ে ধ’/র্মীয় অবমাননা করলে!’—এমন অসংখ্য মন্তব্যে ভরে উঠেছে তার কমেন্টবক্স।

উল্লেখ্য, শ্রাবন্তী এই পর্যন্ত তিন তিনটি বিচ্ছেদের পথে হাটছেন যেটা এই তারকা অভীনেত্রী অন্য সকল অভিনেত্রী যারা একাধিক বিয়ে করেছেন তাদেরকে ছাড়িয়ে গেলেন। তবে তিনি তৃতীয় স্বামীর বিষয়ে আগ্রহ কমিয়ে দিয়ে নতুন প্রেমের পথে হাটছেন এমন একাধিক সংবাদ মাধ্যমে এমন তথ্য উঠে এসেছে। কারন তার তৃতীয় স্বামী তাকে নিয়ে সংসার করতে চান কিন্তু শ্রাবন্তির তাতে কোনো আগ্রহ নেই।

About

Check Also

আরবাজ-আমিশার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেছেন বলিউড তারকা আমিশা প্যাটেল। ‘গদর’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গদর 2’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *