Saturday , December 2 2023
Breaking News
Home / Countrywide / মায়ের মৃত্যুর ৬ ঘণ্টা পর না ফেরার দেশে সাবেক ছাত্রদল নেতা

মায়ের মৃত্যুর ৬ ঘণ্টা পর না ফেরার দেশে সাবেক ছাত্রদল নেতা

বার্ধক্যজনিত কারনে গতকাল সোমবার (১৮ অক্টোবর) রাতে মায়ের মৃত্যুর মাত্র ৬ ঘন্টা পরেই না ফেরার দেশে পাড়ি জমান ছেলে মুজিবুর রহমান। একই দিনে দুজনকে হারিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-স্বজনরা। এদিকে দুঃখজনক এ ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর ঘাষিটুলা কলাপাড়া এলাকায়। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর যুবদল নেতা মীর্জা সম্রাট হোসেন

স্বজনার জানান, সিলেট মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক মুজিবুর রহমানের মা সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। মায়ের দাফন কাফনের প্রস্তুতি চলাকালে রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজিবুর রহমান।

এরপর চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেয়া হয় মুজিবুর রহমানকে। তবে এ সময়ে হাসপাতালের দায়িত্বরত একজন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের মাঝে নেমে এসেছে শোকের কালো ছায়া। এছাড়া এ ঘটনায় গভির শোক প্রকাশ করে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই।

About

Check Also

সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএসের গালে চড় মারলেন সাবেক হুইপ

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর গালে এপিএসকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *