ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন কলেজে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হচ্ছে। আর এই সংগঠনগুলোতে পদায়ন নিয়েও নানা ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। অনেক সময় দলে নীতি-নৈতিকতা বিবর্জিত ছাত্রদের নিয়ে সংগঠন গঠন করা হচ্ছে। এবার ঢাকার পল্লবী এলাকার সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে পদ পাওয়া এক ছাত্রের অপক”র্মের ভিডিও প্রকাশ পেল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নতুন ঐ কমিটির সভাপতির নিষিদ্ধ দ্রব্য সেবনের গো’পন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া এক তরুণীর সঙ্গে একই বিছানায় তাকে অন্ত’/রঙ্গভাবে দেখা গেছে।
অভিযুক্ত আরিফুর রহমান শিশির ভূঁইয়া কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি। আরিফুর রহমান শিশিরকে সভাপতি ও শাহাদাত হোসেন সুজনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।
কমিটি ঘোষণার পর ছাত্রলীগ নেতা শিশিরের নিষিদ্ধ দ্রব্য সেবনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ নেতা শিশিরের বেশ কয়েকটি নিষিদ্ধ দ্রব্য সেবনের ভিডিওও পেয়েছে দেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম।
ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতা শিশির দুই সহযোগীর সঙ্গে বন্ধ কক্ষে নিষিদ্ধ দ্রব্য সেবন করছেন। আরেকটি ভিডিওতে ছাত্রলীগ নেতা শিশিরকে এক তরুণীর সঙ্গে একই বি”ছানায় দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজে ভর্তি নিয়েও প্রতা”রণার আশ্রয় নেন এই ছাত্রলীগ নেতা। তথ্য গোপন করে তাকে দুই জায়গায় ভর্তি করানো হয়। স্নাতক (পাস) প্রাইভেট ও মাস্টার্স শেষ পর্বে দ্বৈত ভর্তির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় তার ছাত্রত্ব বাতিল করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে চলতি বছরের জুন মাসে কলেজকে চিঠি দেয়।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ছাত্রলীগের ঐ নেতা শিশির সংবাদ মাধ্যমকে বলেন, ফেস”বুকে আমার নাম করে যে ছবি ও ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো আমার নয়। সেগুলো কে বা কারা আমার বিরুদ্ধে কূৎ”সা র”টানোর জন্য এডিট করে এটা করেছে। ভর্তি বাতিল হয়েছিল কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই খবরটা ঠিক; কিন্তু আমি এই বিষয়টি নিয়ে একটি মামলা করেছি এবং এটা চলছে।