Monday , December 11 2023
Home / Entertainment / ফের বিতর্কে জড়িয়েছেন নুসরাত জাহান

ফের বিতর্কে জড়িয়েছেন নুসরাত জাহান

কয়েক সপ্তাহ পার হলো টালিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহান পূত্র সন্তানের মা হয়েছেন। তার এই পূত্র সন্তানের পিতা কে সেটা নিয়ে চলে জোর গু/ন্জন। অবশ্য তিনি তার ছেলে ঈশানের বাবার নাম সরাসরি না বললেও অনেকভাবে বুঝিয়েছেন যে যশ দাশগুপ্তই তার ‘স্বামী’। তারপর হতে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। এবার তৃণমূল সাংসদ যশের সাথে দুর্গাপূজায় অনেক মন্দিরে ঘুরে বেড়িয়েছেন নুসরাত এবং সেটা নিয়ে এবার বি/ত’র্কে জ’/ড়িয়ে পড়লেন।

দূর্গা পূজায় যশের সঙ্গে মণ্ডপে ঘুরে বেড়িয়েছেন নুসরাত। একসঙ্গে মিলে বাজিয়েছেন ঢাক-ঢোলও। এদিন শাড়ির সঙ্গে মানানসই গহনা পরেছিলেন তিনি। সাজের সাথে শোভা পাচ্ছিল লাল লাল রঙের টিপ। এসব ছাড়াও লাস‌্যময়ী নুসরাতের হাতে পরা শাঁখা-পলা নজর কেড়েছে সবার।

এই পূজার সাজে ছবি পোস্ট করে ফের আলোচনায় এসেছেন নুসরাত। অনেক অনেক ধরণের মন্তব্য করেছেন। একজন লিখেছেন,‘শাঁখা-পলা পরেছ, কিন্তু কার নামে দিদি সেটাই জানতে চাইছিলাম।’ আরেকজন লেখেন, ‘মুসলমান হয়ে এই অবস্থা।’ তবে অনেকে আবার প্রশংসাও করেছেন। একজন নুসরাতের রূপের প্রশংসা করে লেখেন, ‘খুব সুন্দর লাগছে তোমাকে।’

তবে নুসরাত তার মনের ইচ্ছাশক্তিকেই প্রাধান্য দেন এবং তার কোনো বিষয় নিয়ে যদি মানুষ গুন্জন সৃষ্টি করে তাহলে সেই কথায় কান দেন না। তার এই ধরনের বিষয়টির প্রমাণ দিয়েছেন বেশ কয়েকবার। তার পুজার সাজ নিয়ে বিত’র্কে পড়লেও তিনি বরাবরের মত এবারও নিশ্চুপ থেকেছেন। এই টলিউড এই অভিনেত্রী সবসময় বলে থাকেন, মানুষের কথায় কান দিয়ে নিজের জীবনে প্রভাব সৃষ্টি করা বোকামি ছাড়া কিছুই নয়।

About

Check Also

মার্কিন নাগরিককে সঙ্গে নিয়ে হঠাৎ বঙ্গভবনে শাকিব খান

ঢালিউড কিং শাকিব খান। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘রাজকুমার’ ছবিতে। এতে শাকিবের বিপরীতে অভিনয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *