Thursday , February 22 2024
Breaking News
Home / Entertainment / বিয়ে করেছেন শাকিব-পূজা,থেকেছেন এক সাথে,পাওয়া গেছে বিয়ের উকিল বাবা,শেষমেষ প্রকাশ্যে এলো সব সত্য

বিয়ে করেছেন শাকিব-পূজা,থেকেছেন এক সাথে,পাওয়া গেছে বিয়ের উকিল বাবা,শেষমেষ প্রকাশ্যে এলো সব সত্য

শাকিব খান এখনো বাংলাদেশের টক অব দ্যা টাউন হয়ে দাঁড়িয়েছে।তার নাম আলোচনা সমালোচনা যেন থামছেই না।একের প্রো এক বাংলাদেশের শীর্ষ অভিনেত্রীদের সাথে সম্পর্ক গড়ছেন তিনি। প্রথমে অপু বিশ্বাস, এরপরে শবনম বুবলীর পর এবার সামনে আসলে পূজা চেরীর নাম। আর পূজাকে নিয়েই এবার নতুন করে আবারো বির্তক শুরু হলো শাকিবকে নিয়ে। কয়েকদিন ধরেই পূজা চেরীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও এবার সামনে আসলো তাদের বিয়ের কাহিনী। জানা গেছে, ব্যাংকক থেকে ফেরার পর গত ২২ সেপ্টেম্বর পুজা চেরীকে বিয়ে করেছেন শাকিব খান।

বর্তমানে তারা একসঙ্গেই থাকছেন। নিজের ফেসবুক পেজ পূর্নিয়ার খোঁজ-এ পোস্ট করা এক ভিডিও-তে এমনটাই জানিয়েছেন করেছেন গণমাধ্যমকর্মী পূর্নিয়ার।

ভিডিওতে তিনি বলেন, শাকিব-পূজা চেরির বিয়ের এই তথ্য বাংলাদেশি চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চলচ্চিত্রের প্রযোজক মিজান প্রথম এ তথ্য প্রকাশ করেন। মিজান সাহেবের পর তিনি শাকিব-পূজা চেরীর বিয়ের উকিল বাবা।

বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র জগতের অনেকেই এটা জানেন। শাকিব-পূজা চেরি দুজনেরই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দুজনেরই মার্কিন ভিসা আছে। আগামী ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রে ফিল্ম ফেস্টিভ্যাল হওয়ার কথা রয়েছে। সেখানে শাকিব-পূজা চেরি উভয়েরই উপস্থিত থাকার কথা রয়েছে।

ভিডিও-তে তিনি আরো বলেন, পুজা চেরীর যুক্তরাষ্ট্রে ভিসার ব্যাবস্থা করেছিলেন প্রজোযক মিজান।

ভিডিওতে গণমাধ্যমকর্মী পূর্ণিয়ার দাবি, শাকিব-পূজা চেরির বিয়ের তথ্য নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তিনি শাকিব-পূজা চেরিকে তাদের বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

পূর্ণিয়ার ভিডিও প্রকাশের পর শাকিব খান বা পূজা চেরি কেউই কিছু বলেননি। তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কাউকেই ফোনে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বেশ কিছু বছর আগে বাংলাদেশের সেই সময়ের টপ অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন শাকিব খান।এরপর তাদের বিয়ে এবং বাচ্চার খবর প্রকাশ্যে আসে অনেক দিন পরে। সবকিছু জানা জানি হয়ে গেলে এক পর্যায়ে অপু বিশ্বাসকে ডিভোর্স দেন শাকিব খান। এরপর আবারো একই ঘটনার পুনরাবৃতি করেন শাকিব খান। এবার তিনি গোপনে বিয়ে করেন বাংলাদেশের আরেক টপ অভিনেত্রী বুবলীকে। আগের ঘটনার মত এই ঘরেও তার একটি বাচ্চা জন্ম নেয়। শোনা যাচ্ছে বুবলীর সাথেও তিনি বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে। আর সে সাথে নতুন করে শোনা যাচ্ছে তিনি আরেক উদীয়মান অভিনেত্রী পূজা চেরিকেও বিয়ে করেছেন। এ নিয়েই এখন দেশের মিডিয়া পৰ বেশ গরম রয়েছে।

About Rasel Khalifa

Check Also

আরাভের সামনে গেলে বুঝবেন তিনি কত ভালো মানুষ: লুবাবা (ভিডিও)

দুবাই হ/ত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রয়াত অভিনেতা আবদুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *