Monday , December 11 2023
Breaking News
Home / Entertainment / কারাগারে আরিয়ান, খাওয়া-ঘুম ছেড়ে ভেঙে পড়েছেন শাহরুখ

কারাগারে আরিয়ান, খাওয়া-ঘুম ছেড়ে ভেঙে পড়েছেন শাহরুখ

মাদক সেবনের অভিযোগে গত রোববার (৩ অক্টোবর) মুব্বাইয়ের একটি প্রমোদতরী থেকে বলিউড বাদশাহ শাহরুখ-পুত্র আরিয়ান খানকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তবে তারকা পুত্র হলেও গ্রেপ্তারের পর থেকেই আরিয়ানকে একজন অপরাধী হিসেবেই দেখছে এনসিবি। মাদক আইনে করা মামলায় এরই মধ্যে কয়েক দফায় রিমাণ্ডে শেষে ১৪ দিনের জেল দিয়েছে দেশটির আদালত।

গতকাল শুক্রবার (৮ অক্টোবর) এই মামলার শুনানি হয়। সেখানে আরিয়ান তার আইনজীবী সতীশ মানেশিন্ডের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন। তবে সেই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি আদালত। আরিয়ানকে ১৪ দিনের কারাবাসের দণ্ড দেয়া হয়েছে।

ছেলের জেল হওয়ায় ভেঙে পড়েছেন বলিউডের কিং খান শাহরুখ। ভারতীয় বেশকিছু গণমাধ্যম এমনটাই দাবি করছে।

আরিয়ান এনসিবির হাতে আটক হওয়ার পর থেকেই শাহরুখ দুশ্চিন্তায় রয়েছেন। খাওয়া দাওয়া করতে পারছেন না ঠিকমতো। এমনকি ঘুমাতেও পারছেন না।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি ছন্দে ফিরেছিলেন নতুন কয়টি ছবিতে যুক্ত হয়ে। শুটিংও শুরু করেছিলেন। কিন্তু ছেলে আটক হওয়ার পর সবই ভেস্তে গেছে। স্বাভাবিক জীবনযাপনটাও হারিয়ে গেছে শাহরুখের কাছে।

ছেলের জামিনের আবেদন বারবার খারিজ করা হচ্ছে দেখে হতাশ হচ্ছেন তিনি। তবে এখনো এসব নিয়ে মুখ খুলছেন না শাহরুখ।

এদিকে এ অবস্থায় বলিউড বাদশাহকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন বলিউডের এক ঝাক তারকা। যে তালিকায় রয়েছে-সালমান খান, কাজল, আলিয়া ভাট, রানী মুখার্জীসহ আরো অনেকেই। তারা সর্বদা মুঠো ফোনের মাধ্যমে তার খোঁজ খবর নিচ্ছেন বলে জানা গেছে।

About

Check Also

মার্কিন নাগরিককে সঙ্গে নিয়ে হঠাৎ বঙ্গভবনে শাকিব খান

ঢালিউড কিং শাকিব খান। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘রাজকুমার’ ছবিতে। এতে শাকিবের বিপরীতে অভিনয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *