Tuesday , November 28 2023
Breaking News
Home / Entertainment / আরিয়ানের কোনও ভূমিকা নেই, সে ভুল সময়ে ভুল জায়গায় ছিল: হৃতিকের প্রাক্তন স্ত্রী

আরিয়ানের কোনও ভূমিকা নেই, সে ভুল সময়ে ভুল জায়গায় ছিল: হৃতিকের প্রাক্তন স্ত্রী

সম্প্রতি মা/দ/ক কান্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান। তাকে ঘিরেই চলছে ব্যপক আলোচনা-সমালোচনা। তবে মা/দ/ক কান্ডে আরিয়ান গ্রে/ফ/তা/র হওয়ার পর থেকেই বলিউডের অনেক নামি-দামি তারকা এবং পরিচলাক প্রযোজকারা শাহরুখের পাশে দাঁড়িয়েছে। এমনকি অনেকেই আরিয়ানের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোষ্ট দিয়েছেন। এবার এই তালিকায় নাম লেখালেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান।

বলিউডের ভিতরে ঐক্য থাকলেও সাধারণ মানুষের কটাক্ষ থেকে রেহাই নেই শাহরুখ খানের ছেলে আরিয়ানের। তারকা-পরিবারের বিরুদ্ধে নানা সমালোচনা ধেয়ে আসছে। আরিয়ান গ্রে/ফ/তা/র হওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়েছেন লেখিকা শোভা দে। শাহরুখ-পুত্রের গ্রে/ফ/তা/র নিয়ে তাঁর বক্তব্য ছিল, ‘এই ঘটনার পর সকলের বিশেষ করে অভিভাবকদের নড়েচড়ে বসা উচিত।’ তাঁর সেই মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ার পর শোভা ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘জরুরি’। সেই ছবির মন্তব্য বাক্সে বলি তারকা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান নিজের মতামত প্রকাশ করেছেন। শোভা দে-র বক্তব্যের বিরোধিতা করে লিখেছেন, ‘আরিয়ানকে গ্রে/ফ/তা/র করা আসলে ‘ডা/ই/নি খোঁজা’-র মতো। এখানে আরিয়ানের কোনও ভূমিকা নেই। সে কেবল ভুল সময়ে ভুল জায়গায় ছিল। এ রকম ঘটনা দুঃখজনক। কারণ আরিয়ান খুবই ভাল ছেলে। আমি গৌরী এবং শাহরুখের পাশে আছি।’ সুজান ছাড়াও আরও কয়েক জন আরিয়ানের পক্ষে কথা বলেছেন। বিপক্ষের মন্তব্যের সংখ্যাও নেহাত কম নয়।

সুজানের মুখে যে ‘ডা/ই/নি খোঁজা’-র কথা শোনা গিয়েছে, তার সূত্র নিহিত ইতিহাসের এক বিশেষ অধ্যায়ে। সেটি ষোড়শ শতকের শেষ ভাগ। স্কটল্যান্ডের অধিকাংশ মানুষ বিশ্বাস করতে শুরু করেন, ঝড় বৃষ্টি, পশুপাখি হ/ত্যা ও প্রা/ণ/ঘা/তী রোগ ছড়াতে পারে ‘শয়/তা/ন’। তাঁদের ধারণা ছিল, এই ‘শয়/তা/ন’ মানবজাতিকে ধ্বং/স করার শপথ নিয়েছে এবং সে জন্য গুপ্ত/চ/র নিয়োগ করেছে ধরাধামে। সে সময় সাধারণ মানুষ থেকে স্কটিশ সাম্রাজ্যের কর্তারা স্থানীয় জাদুকরী বা ডাইনিদের ‘শ/য়/তা/ন’-এর গু/প্ত/চ/র হিসেবে সন্দেহ করেছিলেন এবং এই নারী জাদুকরদের নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে রচিত হয় এক না/র/কী/য় ইতিহাস, যা পরিচিত ‘উইচ হান্ট’ বা ‘ডা/ই/নি শি/কা/র’ নামে।

সম্প্রতি বলিউডের অনেক নামি-দামি তারকারাও মা/দ/ক কান্ডে বেশ বিপাকে পড়েছে। অবশ্যে মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে ভারত সরকার। এরই ধারাবাহিকতায় দায়িত্বের সঙ্গে কাজ করছে ভারত সরকারের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা।

About

Check Also

আরবাজ-আমিশার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেছেন বলিউড তারকা আমিশা প্যাটেল। ‘গদর’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গদর 2’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *