Monday , December 11 2023
Breaking News
Home / Countrywide / কাজল এইবার প্রকাশ্যে আনলেন অভিনয় নয়, জীবনের লক্ষ্য ছিল অন্য কিছু

কাজল এইবার প্রকাশ্যে আনলেন অভিনয় নয়, জীবনের লক্ষ্য ছিল অন্য কিছু

কাজল হলেন ভারতের বলিউডের খুব জনপ্রিয় একজন অভিনয় শিল্পী। তিনি তার অসাধারণ প্রতিভার প্রতিফলন ঘটিয়ে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্তদের হৃদয়। কাজল শুধু যে ভারতে সুপরিচিত একজন অভিনেত্রী তা কিন্তু নয়। তিনি এশিয়া মহাদেশের বেশ করেকটি দেশের মানুষের কাছেও খুব পরিচিত একটি মুখ।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। বর্তমানে পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এত বছরের ফিল্ম কেরিয়ারের পর সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, অভিনয় নয়, তিনি একসময় চাকরি চেয়েছিলেন।

মূলত সম্প্রতি হিন্দি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি ভার্সন ‘কৌন হোনার ক্রোড়পতি’তে হাজির হয়েছিলেন কাজল ও তার মা প্রবীণ অভিনেত্রী তনুজা।

শো চলাকালীন কাজল বলেন, “আমি কখনই বলিউড বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হতে চাইনি। আমি একজন অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চাইনি। আমি সবসময় একটা চাকরি চেয়েছিলাম। এমন একটা চাকরি যেখানে আমি আমার বেতনের চেক পেতে পারি। প্রতি মাসে হিসাব।’

কাজলের বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে রাহুল রাওয়ালের ‘বেখুদি’ দিয়ে। এরপর একে একে ‘বাজিগর’, ‘ইয়ে দিল্লাগি’, ‘করণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘গুপ্ত’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মাই নেম ইজ খান’, ‘ফানা’-এর মতো হিট সিনেমা উপহার দিয়েছেন। শ্রোতাবৃন্দ.

বলিউড সিনেমা প্রেমীদের একগুচ্ছ হিট সিনেমা দেওয়ার পর কাজল একটি পুরানো সাক্ষাত্কারে বলেছিলেন যে তিনি দৈবক্রমে একজন অভিনেত্রী হয়েছিলেন।

কাজল একটি পুরনো সাক্ষাৎকারে আরও বলেন, “আমার শুরুটা ভালো হয়নি। আমার প্রথম ছবি ভালো করেনি। আমি কখনই এটাকে (অভিনয়) ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চাইনি। আমি স্রোতের সাথে ভেসে যাচ্ছি। আমি সবসময় আমার মূল্যায়ন করেছি। সিদ্ধান্ত (ছবি বেছে নেওয়ার সময়) যে কোনো ছবিতে কাজ করার সময় আমার খুব ভালো লেগেছে।

উল্লেখ্য, সিনেমাতে অভিনয়ের শুরু থেকেই কাজল দর্শকদের নয়নাভিরাম চলচ্চিত্র। তার অভিনয়ে দর্শক খুবই মুগ্ধ ও সন্তুষ্ট। পূর্বের তুলনায় এই মহান নায়িকা চলচ্চিত্র করা অনেকটা কমিয়ে দিয়েছে। তবে মাঝে মধ্যে শারুখ খানের সাথে তিনি চলচ্চিত্রতে অভিনয় করে থাকেন। তার অভিনয় করার ইচ্ছে না থাকলেও শেষ পর্যন্ত সেই অভিনয়কেই বেছে নিতে হয়।

About Shafique Hasan

Check Also

হঠাৎ পেঁয়াজ ক্রয়ে নিষেধাজ্ঞা, জানা গেল কারণ

আগামী মার্চ পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *