Tuesday , November 28 2023
Breaking News
Home / National / উদ্বোধনের দিন নেতাকর্মীদের সাবধান থাকতে বললেন প্রধানমন্ত্রী, দিলেন বিশেষ বার্তা

উদ্বোধনের দিন নেতাকর্মীদের সাবধান থাকতে বললেন প্রধানমন্ত্রী, দিলেন বিশেষ বার্তা

পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় যেন গোটা বাঙালি। আর সেই ধারাবাহিকতায় জনসাধারনকে বেশদিন অপেক্ষায় রাখতে চান না আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি মাসের আগামী ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন করতে চলেছেন শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধনের দিনকে ঘিরে এবার বিশেষ এক বার্তা দিলেন সরকার প্রধান।

জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এক ক্ষুদেবার্তায় বার্তায় (এসএমএস) তিনি এ মন্তব্য করেন।

সভায় প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বাণী পাঠ করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাদের জন্য একটি বার্তা দিয়েছেন। আমি পড়ছি। প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। গাড়ি ওভারটেক যেন না করে। স্বেচ্ছাসেবকরা সক্রিয় থাকবে। ষড়যন্ত্র তো আছে। একটি দুর্ঘটনা সুখ ধ্বংস করতে পারে। সাবধান হতে হবে।

এদিকে জানা গেছে, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন হলেও এদিন জনসাধারণের জন্য পদ্মাসেতু খোলা হবে না। হয়তো পরের দিন সকালে বা ঐদিনের যে কোনো সময়ে খোলা হতে পারে বলে জানা গেছে।

About Rasel Khalifa

Check Also

না ফেরার দেশে তৈমুর, জানা গেল মৃত্যুর ভয়াবহ কারণ

রাজধানীর খিলক্ষেতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সেভ দ্য চিলড্রেনের এক কর্মীর মৃত্যু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *