Tuesday , December 24 2024
Breaking News

মৃত্যু খুবই সাধারণ একটি বিষয়। এর থেকে চিরন্তন সত্য আর কি আছে? স্বাধের এই দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন সবাইকে পরপারে পাড়ি জমাতে হবে। তবে এরপরও কিছু কিছু মৃত্যু যেন মে ( May )নে নেওয়া যায় না কোনো ভাবেই। গতকাল ( Yesterday ) মঙ্গলবার (৩১ মে ( May )) গান গাইতে গাইতে মঞ্চেউ না ফেরার দেশে পাড়ি জমান সঙ্গীতশিল্পী কেকে। তার মৃত্যুর খবরে বিনোদন পাড়ায় নেমে ( May ) এসেছে শোকের ছায়া।

এদিকে গুণী এই শিল্পীর মৃত্যুতে লম্বা এক স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন।

স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

১৯৯৫ সালের ( year ) বিজয় দিবসে ”এক সেকেন্ডের নাই ভরসা” গানটি গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়েন বাংলাদেশের ( Bangladesh ) প্রখ্যাত সংগীতশিল্পী ফিরোজ সাঁই। কী হয়েছিল? স্ট্রোক। স্ট্রোক থেকে মৃত্যু। সত্যি এক সেকেন্ডের নাই ভরসা। গতকাল ( Yesterday ) কলকাতার নজরুল ( Nazrul ) মঞ্চে গান গাইতে গাইতে ঠিক নয়, তবে কনসার্ট থেকে হোটেলে পৌঁছাতেই মারা যান সঙ্গীতশিল্পী কে.কে. ( KK )

About Rasel Khalifa

Check Also

দুপক্ষের সংঘর্ষে নিহত ১: পুরুষ শূন্য গ্রাম, আতঙ্কে পালিয়েছেন নারীরাও

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সোমবার দুপুরে হিরু মাতুব্বর নামে একজন নিহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *