Sunday , June 23 2024
Breaking News
Home / Entertainment / জীবন হলো আইসক্রিমের মতো, স্বাদ পেতে হলে চেটেই খাও : পরীমনি

জীবন হলো আইসক্রিমের মতো, স্বাদ পেতে হলে চেটেই খাও : পরীমনি

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ক্যারিয়ারে খুব অল্প সময় এসেছেন তিনি সিনেমা জগতে এবং ব্যাপকভাবে জনপ্রিয় করেছেন তার নজরকাড়া সৌন্দর্য এবং গ্লামার্স দিয়ে ব্যক্তিগত কারণে তিনি ব্যাপক আলোচিত সমালোচিত হয়েছেন বিভিন্ন সময় এবং তার প্রেম এবং বিবাহ নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যায় মাঝেমধ্যে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সক্রিয় থাকে সর্বদা

নজরকাড়া গ্ল্যামার আর অভিনয় গুণে অল্প সময়ে চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেছেন পরীমনি। বাস্তব জীবনে স্পষ্টবাদী হিসেবে তার বিশেষ খ‌্যাতি রয়েছে। তার মতে—জীবনতো একটাই, বাঁচলে বাঘের মতো, জীবনের পুরোটা উপভোগ করাই তো জীবন।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব পরীমনি। নিজের কাজ ও ব‌্যক্তিগত জীবনের ছবি নিয়মিত পোস্ট করার পাশাপাশি নিজের অনুভূতির কথাও লিখে জানান তিনি। বৃহস্পতিবার (২৯ জুলাই) একটি ছবি পোস্ট করে পরীমনি লিখেন—‘জীবন হলো আইসক্রিমের মতো! কামড়ে খাওয়ার তাড়া থাকতে নেই। এতে স্বাদ অনুভব হয় না, শুধু খাওয়াটাই হয়। স্বাদ পেতে হলে চেটেই খাও। তোমার ঠোঁট, জিভ, দাঁত, গলা, চিবুক আর তোমার পাকস্থলীকে টের পেতে দাও এর হিম! জীবনও তাই, শুধু সুখটুকুতে এর বিস্বাদ ধরে। তাই তাকেও এর কান্না, দুঃখ, হতাশা, আনন্দ, বেদনা, ভালোবাসা সবটাই দিও। জীবনের পুরোটা উপভোগ করাই তো জীবন…।’

এ বিষয়ে কথা বলতে এই প্রতিবেদক পরীমনির সঙ্গে যোগোযোগ করেন। তিনি বলেন, ‘লেখাটা ভালো না মন্দ হয়েছে তা জানি না। আমার কাছে মনে হয়েছে, মানুষের জীবন উপভোগ করার। সেই অনুভূতি লিখে প্রকাশ করেছি।’

পরীমনির ধ্যানজ্ঞান এখন ‘প্রীতিলতা’ সিনেমা নিয়ে। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। এর নাম ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। আগামী মাসে এ সিনেমার দ্বিতীয় দফার শুটিং শুরু হবে।

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দের মধ্যে একজন হলেন অভিনেত্রী পরী মনি ক্যারিয়ারে তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তবে হাতেগোনা কয়েকটি সিনেমায় তিনি ব্যাপকভাবে সাফল্য পেয়েছেন এবং অন্যগুলো তেমন একটা সাফল্যের মুখ দেখতে পারেনি তবে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন তার প্রেমের গুঞ্জন এবং বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই

About

Check Also

হঠাৎ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা, শোবিজ অঙ্গনে শোকের ছায়া

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা পার্থসারথি দেব। শুক্রবার (২২ মার্চ) কলকাতার বাঙ্গুর হাসপাতালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *