Monday , December 11 2023
Breaking News
Home / National / আমদানি পণ্যের উপর ভ্যাট কমানোর নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমদানি পণ্যের উপর ভ্যাট কমানোর নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের ( Bangladesh ) ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে উল্লেক্ষিত ভ্যাটের হার কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ভ্যাট কমানোর প্রক্রিয়া আমদানি পর্যায়েও সর্বোচ্চ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ( Sheikh Hasina. ) সোমবার  (১৪ মার্চ ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার আলোচনার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

ভোজ্যতেলসহ সব পণ্যের আমদানি ভ্যাট যথাসম্ভব কমাতে মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ( Sheikh Hasina. ) সোমবার  (১৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী গণভবনকে কার্যত সংযুক্ত করার নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ( Khandaker Anwarul Islam ) সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তেল আমদানিতে ভ্যাট কতটা কমিয়ে ১৫ শতাংশ করা যায় তা খতিয়ে দেখতে এনবিআরকে  নির্দেশ দেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে তা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আমদানি পর্যায়ে কোন পণ্যে ভ্যাট কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেসব পণ্য সংকটে আছে সেগুলোর ওপর ভ্যাট কমানোর নির্দেশনা দেওয়ার ব্যাপারে জানিয়েছেন। ভ্যাট সম্পুর্ন রুপে মওকুফ করা যাবে না। কারণ তখন জাতীয় রাজস্ব বোর্ডের। কোনো হিসাব থাকবে না। এটিকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা, এমন তথ্য জানিয়ে গনমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ( Khandaker Anwarul Islam )।

 

About Syful Islam

Check Also

নির্বাচনে আ’লীগের থিম সং শেয়ার করলেন সজীব ওয়াজেদ, ভিডিও ভাইরাল

‘দাবায়া রাখতে পারেনি কেউ, দাবায়া রাখতে পারবা না’- বঙ্গবন্ধু ভাষণের এই অংশ দিয়ে শুরু আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *