Tuesday , December 5 2023
Breaking News
Home / Sports / মার্সিডিজ হেলিকপ্টার কিনলেন নেইমার, প্রকাশ্যে দাম

মার্সিডিজ হেলিকপ্টার কিনলেন নেইমার, প্রকাশ্যে দাম

 

ব্রাজিলের তারকা খেলোয়ার নেইমার খেলা নেই বেশি ব্যস্ত থাকেন। তবে এরপরও তিনি তার সকল স্বপ্ন গুলো পূরণ করে চলেছেন। এই তারকা খেলোয়ার এবার মার্সিডিজ হেলিকপ্টার কিনলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে এই সংবাদ জানিয়েছেন। এ সময় তিনি তার নতুন মার্সিডিজ হেলিকপ্টারের একটি ছবি পোস্ট করেন।

উপভোগের মন্ত্র থেকেই এবার মার্সিডিজ হেলিকপ্টার কিনে ফেললেন ব্রাজিল সুপারস্টার। এটা কিনতে নেইমারের পকেট থেকে খসেছে ১ কোটি পাউন্ড! বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১১৭ কোটি টাকা। এইচ-১৪৫ মডেলের মার্সিডিজ ব্র্যান্ডের এই হেলিকপ্টার একদম নতুন। বিখ্যাত কমিক চরিত্র ব্যাটম্যানের ‘ব্যাটমোবাইল’- এর আদলেই নাকি এই হেলিকপ্টারের ডিজাইন করা হয়েছে।

ডিজাইন এবং দামের কারণেই নেইমারের নতুন হেলিকপ্টার নিয়ে এত তোলপাড়। নেইমার ডিসি কমিকসের অনেক বড় ভক্ত। তাই তিনি এই বিশেষ হেলিকপ্টারটি কিনেছেন বলে ধারণা করা হচ্ছে। মার্সিডিজ ব্র্যান্ডের এই হেলিকপ্টারটি নিজের মতো করে সাজিয়েছেন নেইমার। এর পেছনে নেইমারের লোগেও লাগানো আছে। সেই হেলিকপ্টার রিও ডি জেনিরোয় নিজের বাড়ির সামনের বাগানে রেখে ছবি তুলেছেন নেইমার। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, এই তারকা খেলোয়ার প্রতি বছর কোটি কোটি পাউন্ড উপার্জন করেন। তিনি যে সকল অর্থ উপার্জন করেন তার একটি অংশ অসহায় মানুষদের দেন। আর বাকি অর্থ দিয়ে নিজের স্বপ্ন গুলো পূরণ করেন। তেমনি এবার তার বড় একটি স্বপ্ন পূরণ করেছেন তিনি। তিনি তার এই নতুন মার্সিডিজ হেলিকপ্টারের ছবি পোস্ট করে সবাইকে দেখার সুযোগ করলেন।

About

Check Also

হলফনামা থেকে জানা গেল সাকিবের বার্ষিক আয়

বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার বলা হয় সাকিব আল হাসানকে। বিশ্বের সেরা অলরাউন্ডারও তিনি। বাংলাদেশের ক্রিকেটারদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *