২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছরের জন্য দণ্ডপ্রাপ্ত হন। কারাগারে থাকা কালিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কিছু দিন যাবৎ শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।
বেগম জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে ওনাকে কিছু শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বেগম জিয়া এই বছরেরই ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি চলতি বছরের ১৯ জুলাই প্রথম এবং ১৮ আগষ্ট ভাইরাসের দ্বিতীয় ডোজ মর্ডানা গ্রহন করেছিলেন। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আনুমানিক দুপুর ২:৩০ মিনিটে করোনার বুস্টার ডোজ গ্রহন করেন তিনি।
বেগম জিয়ার বুষ্টার ডোজের ব্যাপারটি সাংবাদিকদের নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। ৭৬ বছর বয়সী বেগম জিয়া বর্তমানে তার নিজের বাসভবন গুলশানের ফিরোজায় বসবাস করছেন।