Tuesday , December 5 2023
Breaking News
Home / opinion / কাদের মির্জা এতো বড় বড় কথা বলে এই আচরণ আপনার : আসিফ নজরুল

কাদের মির্জা এতো বড় বড় কথা বলে এই আচরণ আপনার : আসিফ নজরুল

আবারো সারা দেশে ছড়িয়ে পড়েছে কাদের মির্জার নতুন একটি বিতর্কিত কান্ড।সম্প্রতি শাড়ি লুঙ্গি বিলি করার এক পর্যায়ে একজন বৃদ্ধ মানুষকে ঘুষিয়ে মেরে বসেন কাদের মির্জা। এররপর থেকেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সারা দেশে। আর এ নিয়ে শুরু হয় নতুন সমালোচনা। এ দিকে এবার এ নিয়ে মুখ খুলেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আসিফ নজরুল।পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনি তুলে ধরা হলো হুবহু:-

কাদের মির্জা এতো বড় বড় কথা বলে এই আচরণ আপনার!
মানুষের ভুল হয়, এটা মহাভুল।
আপনি লোকটাকে ডেকে মাফ চান এবং সেই ছবি ফেসবুকে পোষ্ট করুন।

এ দিকে এই ঘটনা এখন মোড় নিয়েছে নতুন একটি দিকে। সেই ব্যক্তি নিজেই জানিয়েছেন কাদের মির্জা তাকে মারেননি। এরপর দেখা যায় কাদের মির্জা চাল দিচ্ছেন ঐ ব্যক্তিকে।

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FDr.Asifnazrul%2Fposts%2F364407035047881&show_text=true&width=500″ width=”500″ height=”394″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

About Ibrahim Hassan

Check Also

সবচেয়ে বড় চোরগুলো চুরি বন্ধের ম্যানুয়্যাল তৈরির কাজে নিদারুণ ব্যস্ত হয়ে পড়েছে: গোলাম মওলা রনি

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটা মেয়েকে পড়াতাম। আমার ছাত্রীটি তখন সম্ভবত চতুর্থ শ্রেণীতে পড়ত। তার বালিকাবেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *