গত সোমবার (২১ ফেব্রুয়ারি) শারীরিক চেকআপের জন্য দুপুরের একটি বিমানে ঢাকা ছেড়ে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকাপ করার কথা রয়েছে। তবে কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারবেন সে বিষয়ে নিশ্চিত নন এমনটাই গনমাধ্যমকে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাসের টিপু।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতের নয়াদিল্লির মেজেন্টা হাসপাতালে ভর্তি হয়েছেন। (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তিনি নয়াদিল্লি পৌঁছান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। ওবায়দুল কাদেরকে দিল্লির উপকণ্ঠে গুরগাঁওয়ের একটি অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেদান্তের চিকিৎসকরা জানিয়েছেন, ওবায়দুল কাদেরকে অন্তত আগামী দুই সপ্তাহ ভর্তি করে বিভিন্ন শারীরিক পরীক্ষা করানো হবে। এর আগে সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা ত্যাগ করেন ওবায়দুল কাদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।
ওবায়দুল কাদের ২০ তম জাতীয় সম্মেলনে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমানে বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বেশ কিছুদিন যাবৎ শারীরীক ভাবে অসুস্থ থাকা সত্ত্বেও দেশের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।