গত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে শিল্পী সমিতির সদস্যদের মধ্যে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। জায়েদ ও নিপুণের সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়াকে কেন্দ্র করে নানা অজানা তথ্য উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে। দেশের মানুষ তাদের নিয়ে হাসা হাসি করছে এমনও মন্তব্য করতে শোনা যায় নায়ক রুবেলকে। তবে জায়েদের প্রার্থিতা বাতিল নিয়ে জায়েদ আদালতে যে মামলা দায়ের করেছেন তারই জারি করা রুল শুনানি আজ।
মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সংশ্লিষ্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য ৩৬ নম্বর সিরিয়ালে রাখা হয়েছে।
গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হন অভিনেতা জায়েদ খান। আপিল বোর্ডের সিদ্ধান্তে জায়েদের পদ বাতিল করে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় নিপুণ আক্তারকে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন জায়েদ। হাইকোর্ট আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করার পর তাকে পুনর্বহাল করা হয়। পরে আপিল করেন নিপুন। আপিলের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে তার ইতি কোথায়? এফডিসির সকল নির্বাচনী সদস্যদের উদ্দেশ্যে এমনি প্রশ্ন করেছেন বাংলাদেশ চলচ্চিত্রের বেশ কিছু জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা। অবশেষে কে পদ পাবেন সে বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র প্রেমী দর্শকবৃন্দ ও শিল্পী পরিবারের সদস্যরা। জারি করা রুল শুনানির রায়ে কি হবে তার কোন তথ্য এখনো পাওয়া যায়নি।