Monday , December 23 2024
Breaking News
Home / Countrywide / ভোটের দিন আমার কাছে দুইটা কিস চেয়েছিলেন পীরজাদা : নিপুণ
Nipun

ভোটের দিন আমার কাছে দুইটা কিস চেয়েছিলেন পীরজাদা : নিপুণ

গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে রীতিমতো নানা অভিযোগ তুলতে দেখা যাচ্ছে শিল্পীদের। আর সেই সকল শিল্পীদের মধ্যে অন্যতম চিত্রনায়িকা নিপুন আক্তার (Nipun)। ইতিপূর্বে জায়েদ খানের (Zayed Khan) বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ করতে দেখা গেছে তাকে। আর এবার নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের (Peerzada) বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ তুললেন তিনি।

রোববার দুপুরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিপুণ (Nipun) বলেন, “নির্বাচনের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে ২টা চুমু চেয়েছিলে। আমাদের প্যানেলে জেসমিন ছিল। তাকে চড় মারা উচিত। তাকে কখনই সিনেমার নাটকে নেওয়া উচিত নয়। ‘

তিনি আরও বলেন, ‘এখানে এফডিসির এমডি জায়েদ খান ও নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের একটি চক্র রয়েছে।তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায় তারা টাকা দিয়ে ভোট কিনেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ইলিয়াস কাঞ্চন (Elias Kanchan), রিয়াজ, আফজাল শরীফ (Afzal Sharif) সাইমন, জেসমিনসহ আরও অনেকে।

নিপুণ আরও বলেন, ‘আবারও শিল্পী সমিতির নির্বাচনে শুধু সাধারণ সম্পাদকের ভোট চাই। আমি আর নির্বাচন চাই না। সব বিষয়ে আমি উচ্চ আদালতে যাব। আমাদের শিল্পী সমিতির নির্বাচনে একটি পদে ভোট দেওয়ার নিয়ম রয়েছে। ‘

গত শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। এবং টানা তৃ্তীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জায়েদ খান। তবে এরপরও খুশি নন জায়েদ। মিশা সওদাগরকে সব-সমম মিস করবেন বলেও জানান তিনি।

About

Check Also

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর জন্য দায়ী তারই পূত্রবধূ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *