বাংলাদেশের নাটক অভিনেতা (Actor) মোশাররফ করিম(Mosharraf Karim), জনপ্রিয়তার শীর্ষে শুধু বাংলাদেশেই নয় এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই। তার সাথে অভিনয় কে না করতে চাই। তাই তো নিজের অনুভূতি ব্যক্ত করতে বলেননি পার্নো মিত্রর মত অভিনেত্রী ও। মুগ্ধ হয়েছেন পার্নো মিত্র (Parno Mitra) মোশারফ করিমের সাথে অভিনয় করতে পারে এমনটাই প্রকাশ করেছেন খোদ নিজেই, সাথে ছিল তার অসম্ভব এক্সাইটমেন্ট।
এর আগে পার্নো মিত্রের শুটিংয়ে (Shooting) অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হওয়ায় বাংলাদেশে আসতে দেরি হয়। তাকে ছাড়া নওগাঁয় অন্য শিল্পীদের নিয়ে ‘বিল্ডকিনি’র কাজ শুরু হয়। পরিচালক ফজলুল কবির তুহিন জানান, নওগাঁ জেলার (Naogaon district) বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে। পার্নো মিত্র ১৮ জানুয়ারি থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন।
নুরুদ্দিন জাহাঙ্গীরের ‘বিল্ডাকিনি (Bildakini)’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে পার্নোর চরিত্র হনুফা। হনুফার জীবন সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে এই ছবিটি। এ ছবিতে পার্ণোর সঙ্গে অভিনয় করছেন দুই বাংলার প্রিয় অভিনেতা মোশাররফ করিম।
পার্নো গণমাধ্যমকে বলেন, আমি মোশাররফ করিমের অনেক নাটক দেখেছি। ‘টেলিভিশন’ ছবিটিও দেখুন। বিলডাকিনীতে তিনি অভিনয় করছেন শুনে আমি খুব উত্তেজিত হয়েছিলাম। এই কয়েকদিনের কাজের অভিজ্ঞতায় আমি ভালো করেই বুঝতে পেরেছি অভিনেতা মোশাররফ করিম কতটা উজ্জ্বল। তিনিও একজন মহান মানুষ। ”
শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে পার্নো বলেন, “এর আগে বাংলাদেশে ‘ডুব’ ছবির শুটিং করেছি। অভিজ্ঞতা খুবই ভালো ছিল। এবার যেখানে শুটিং করছি সেটি একটি গ্রাম। এখানকার মানুষগুলো খুব সুন্দর। সহযোগিতা আর ভালোবাসা। রাতে নদীতে শুটিং হলো। অনেক দেরি হয়ে গেছে। কাজ শেষে পাশের বাড়ির লোকজন আমাদের থাকতে ও খেতে দেয়। এই ভালোবাসা আমাকে আচ্ছন্ন করেছে।”
মোশারফ করিমের প্রশংসায় পঞ্চমুখ পার্নো মিত্র। কেনই বা প্রশংসা (Praise)করবেন না মোশারফ করিম বলে কথা। যেন নাট্যজগতের নামটা মুখে আসলেই সর্বপ্রথম কারণ আম্মুকে আসলে সেই নামটা মোশারফ করিম। তাইতো ভারতীয় অভিনেত্রী হলেও পার্নো মিত্র শোনালেন তাঁর মোশারফ করিমের সাথে কাটানো অসাধারণ মুহূর্ত গুলো।